বিবিএ নিউজ.নেট | ০২ মার্চ ২০২১ | ১১:৫৩ পূর্বাহ্ণ
মুজিববর্ষের সেরা করদাতা মনোনীত হয়েছেন পুরান ঢাকার জর্দা ব্যবসায়ী কাউছ মিয়া। আগামী ৫ মার্চ জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) তাকে এ সম্মাননা দেবে। গত সোমবার অর্থ মন্ত্রণালয়ের সহকারী সচিব মো. সামীম আহসান স্বাক্ষরিত এক নোটিশে এ তথ্য জানানো হয়।
হাকিমপুরী জর্দার সত্ত্বাধিকারী কাউছ মিয়ার মূল ব্যবসা তামাক বেচাকেনা। রংপুরে তামাক কিনে সেখানেই বিক্রি করেন তিনি। নদীপথে পণ্য পরিবহনের জন্য তার রয়েছে বেশ কিছু কার্গো জাহাজ।
এনবিআর সূত্রে জানা গেছে, কাউছ মিয়া গত ৬১ বছর যাবত কর দিয়ে আসছেন। ১৯৬৭ সালে তৎকালীন পূর্ব পাকিস্তানে এক নম্বর করদাতা হয়েছিলেন। ২০০৮ সাল থেকে তিনি ব্যবসায়ী শ্রেণিতে সর্বোচ্চ করদাতার একজন।
বাংলাদেশ সময়: ১১:৫৩ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ০২ মার্চ ২০২১
bankbimaarthonity.com | rina sristy