বিবিএনিউজ.নেট | ০৭ ফেব্রুয়ারি ২০২১ | ২:৫৫ অপরাহ্ণ
মুজিববর্ষ উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয় বঙ্গবন্ধু শেখ মুজিব রিসার্চ ইনস্টিটিউট ফর পিস অ্যান্ড লিবার্টির সার্বিক উন্নয়নে সোনালী ব্যাংক লিমিটেড ৫০ লাখ টাকা অনুদান দিয়েছে।
সোনালী ব্যাংক লিমিটেডের সিইও অ্যান্ড ম্যানেজিং ডিরেক্টর মো. আতাউর রহমান প্রধান সম্প্রতি নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনের সেমিনার রুমে এক অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক মমতাজ উদ্দিন আহমেদের কাছে অনুদানের চেক হস্তান্তর করেন।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মুহাম্মদ সামাদ, উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. এএসএম মাকসুদ কামাল, বঙ্গবন্ধু শেখ মুজিব রিসার্চ ইনস্টিটিউট ফর পিস অ্যান্ড লিবার্টির পরিচালক অধ্যাপক ড. ফকরুল আলম, ঢাবি সিনেট সদস্য এসএম বাহালুল মজনুন, সোনালী ব্যাংকের সিইও অ্যান্ড ম্যানেজিং ডিরেক্টর মো. আতাউর রহমান, ঢাবি শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মো. রহমত উল্লাহ, সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মো. নিজামুল হক ভূইয়া প্রমুখ উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময়: ২:৫৫ অপরাহ্ণ | রবিবার, ০৭ ফেব্রুয়ারি ২০২১
bankbimaarthonity.com | Sajeed