
| বৃহস্পতিবার, ২১ অক্টোবর ২০২১ | প্রিন্ট | 282 বার পঠিত
শেয়ারবাজারে তালিকাভুক্ত গ্রামীণফোনের চলতি অর্থবছরের ৯ মাসে (জানুয়ারি-সেপ্টেম্বর’২১) শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) ৩ শতাংশ কমেছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
চলতি অর্থবছরের ৯ মাসে কোম্পানিটির শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ১৯.২৩ টাকা। আগের বছরের একই সময়ে ইপিএস হয়েছিল ১৯.৮৯ টাকা। এহিসেবে কোম্পানিটির মুনাফা ০.৬৬ টাকা বা ৩ শতাংশ কমেছে।
এদিকে চলতি অর্থবছরের তৃতীয় প্রান্তিকের ৩ মাসে অর্থাৎ জুলাই থেকে সেপ্টেম্বর পর্যন্ত সময়ে শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ৬.৩৪ টাকা। আগের বছর একই সময়ে ইপিএস হয়েছিল ৬.৫৯ টাকা। এ হিসেবে কোম্পানিটির মুনাফা ০.২৫ টাকা বা ৪ শতাংশ কমেছে।
২০২১ সালের ৩০ সেপ্টেম্বর কোম্পানিটির শেয়ারপ্রতি সম্পদ (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২১.৫৭ টাকায়।
Posted ৭:২৩ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ২১ অক্টোবর ২০২১
bankbimaarthonity.com | rina sristy