বিবিএ নিউজ.নেট | ২৮ জুন ২০২১ | ২:৪২ অপরাহ্ণ
বীমা খাতের কোম্পানি পপুলার লাইফ ইন্স্যুরেন্সের চলতি বছরের প্রথম প্রান্তিকে ২৬ কোটি ১৯ লাখ ৩ হাজার টাকা মুনাফা হয়েছে, যা আগের বছরের একই সময়ের তুলনায় ১১ কোটি টাকা বেশি।
ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েব সাইট সূত্রে এ তথ্য জানা গেছে।
কোম্পানিটি ২০২০ সালের জানুয়ারি থেকে মার্চ এ তিনমাসে মুনাফা করেছে ১৬ কোটি ১৯ লাখ ৩ হাজার টাকা। গত বছরের একই সময় ছিল ১৫ কোটি ১০ লাখ ৯ হাজার টাকা। অর্থাৎ ১১ কোটি প্রায় ৯ লাখ টাকা বেশি মুনফা হয়েছে কোম্পানিটির।
একই সময়ে কোম্পানির লাইফ ইন্স্যুরেন্স ফান্ডের পরিমাণ দাঁড়িয়েছে ১ হাজার ৭৩১ কোটি ৯৫ লাখ ৮ হাজার টাকা। যা এর আগের বছরের একই সময়ে ছিল ১ হাজার ৭০৯ কোটি ৯৭ লাখ ২ হাজার টাকা। অর্থাৎ লাইফ ফান্ডের পরিমাণে বেড়েছে ২১ কোটি টাকার বেশি।
২০০৫ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত বীমা কোম্পানিটি ৩১ ডিসেম্বর ২০২০ সালে শেয়ারহোল্ডারদের জন্য ৪০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। কোম্পানির ৬ কোটি ৪ লাখ ২৮ হাজার ৩৫৮টি শেয়ারধারীদের মোট ২৪ কোটি ১৭ লাখ ১৩ হাজার ৪৩২ টাকা দেবে নগদ লভ্যাংশ বাবদ।
ঘোষিত লভ্যাংশ সর্বসম্মতিক্রমে অনুমোদনের জন্য আগামী ২৪ আগস্ট বার্ষিক সাধারণ সভা এবং রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ১৬ জুলাই।
বাংলাদেশ সময়: ২:৪২ অপরাহ্ণ | সোমবার, ২৮ জুন ২০২১
bankbimaarthonity.com | rina sristy