নিজস্ব প্রতিবেদক | বুধবার, ০৮ সেপ্টেম্বর ২০২১ | প্রিন্ট | 208 বার পঠিত
মূল্য সংবেদনশীল তথ্য ছাড়াই অস্বাভাবিক হারে বাড়ছে শেয়ারবাজারে তালিকাভুক্ত চার শেয়ার দর ঢাকা স্টক এক্সচেঞ্জকে (ডিএসই) এমনটাই জানিয়েছে ৪ কোম্পানি। কোম্পানিগুলো হলো- দুলামিয়া কটন, শেফার্ড, ডমিনেজ স্টিল এবং ইস্টার্ন লুব্রিকেন্টস। ডিএসই সূত্রে এ তথ্য জানা যায়।
জানা যায়, সম্প্রতি কোম্পানিগুলোর শেয়ার দর অস্বাভাবিক বাড়ার কারণ জানতে চেয়ে কোম্পানিগুলোকে তদন্ত নোটিশ পাঠিয়েছে ডিএসই। এর জবাবে গত ৭ সেপ্টেম্বর কোম্পানিগুলোর পক্ষ থেকে জানানো হয়, দর বাড়ার কোনো মূল্য সংবেদনশীল তথ্য তাদের কাছে নেই। অর্থাৎ অপ্রকাশিত মূল্য সংবেদনশীল তথ্য ছাড়াই তাদের শেয়ার দর টানা বাড়ছে।
বাজার পর্যবেক্ষণে দেখা যায়, দুলামিয়া কটনের শেয়ার দর গত ১৮ আগস্ট ছিল ৫৮.৯০ টাকায়। আর ৭ সেপ্টেম্বর কোম্পানিটির শেয়ারের দর বেড়ে দাঁড়ায় ৭৮.৫০ টাকায়। অর্থাৎ এই ১৩ কার্যদিবসে কোম্পানিটির শেয়ার দর ১৯.৬০ টাকা বা ৩৩ শতাংশ বেড়েছে।
শেফার্ডের শেয়ার দর গত ২ সেপ্টেম্বর ছিল ১৮.৩০ টাকায়। আর ৭ সেপ্টেম্বর কোম্পানিটির শেয়ারের দর বেড়ে দাঁড়ায় ২১.৬০ টাকায়। অর্থাৎ এই ৩ কার্যদিবসে কোম্পানিটির শেয়ার দর ৩.৩০ টাকা বা ১৮ শতাংশ বেড়েছে।
ডমিনেজ স্টিলের শেয়ার দর গত ২৯ আগস্ট ছিল ২৯.৪০ টাকায়। আর ৭ সেপ্টেম্বর কোম্পানিটির শেয়ারের দর বেড়ে দাঁড়ায় ৩৮.১০ টাকায়। অর্থাৎ এই ৬ কার্যদিবসে কোম্পানিটির শেয়ার দর ৭.৭০ টাকা বা ২৬ শতাংশ বেড়েছে।
ইস্টার্ন লুব্রিকেন্টসের শেয়ার দর গত ১৮ আগস্ট ছিল ১৪১৭.৮০.৪০ টাকায়। আর ৭ সেপ্টেম্বর কোম্পানিটির শেয়ারের দর বেড়ে দাঁড়ায় ২১০০.৯০ টাকায়। অর্থাৎ এই ১৩ কার্যদিবসে কোম্পানিটির শেয়ার দর ৬৮৩.১০ টাকা বা ৪৮ শতাংশ বেড়েছে।
Posted ১০:৩৮ পূর্বাহ্ণ | বুধবার, ০৮ সেপ্টেম্বর ২০২১
bankbimaarthonity.com | saed khan