• মৃত্যুদাবির চেক হস্তান্তর করলো জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স

    বিবিএ নিউজ.নেট | ১০ জুন ২০২১ | ৪:১৬ অপরাহ্ণ

    মৃত্যুদাবির চেক হস্তান্তর করলো জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স
    apps

    গ্রাহকের মৃত্যুদাবির ১ লাখ ২২ হাজার ৫৮০ টাকার চেক হস্তান্তর করেছে জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স। প্রতিষ্ঠানটির বাড্ডা মডেল সার্ভিস সেন্টারে এক অনুষ্ঠানের মাধ্যমে এ চেক তুলে দেয়া হয়। সেইসঙ্গে ২০২০ সালের ব্যবসা সফল কর্মকর্তাদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

    বৃহস্পতিবার জেনিথ লাইফের বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
    জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স থেকে বীমা পলিসি কিনেছিলেন সুফিয়া বেগম নামে এক গ্রাহক। বীমা পলিসিটির বিপরীতে নয় মাসে ৯ হাজার টাকা প্রিমিয়াম জমা দেয়ার পর তিনি মারা যান।

    Progoti-Insurance-AAA.jpg

    গ্রাহকের মৃত্যুর কারণে বীমা পলিসির শর্তানুযায়ী সুফিয়া বেগমের ছেলে এবং পলিসির নমিনি মোশাররফ হোসেনের হাতে মৃত্যুদাবির ১ লাখ ২২ হাজার ৫৮০ টাকার চেক তুলে দেয়া হয়েছে।

    অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কোম্পানির মুখ্য নির্বাহী কর্মকর্তা এস এম নুরুজ্জামান। বিশেষ অতিথি ছিলেন কোম্পানির উন্নয়ন ও প্রশাসন বিভাগ প্রধান মো নিজাম উদ্দিন, মো. আবু জাফর-পিডি (উন্নয়ন) এবং মো. বনি আমিন হাওলাদার-এসইভিপি।


     

    Facebook Comments Box

    বাংলাদেশ সময়: ৪:১৬ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ১০ জুন ২০২১

    bankbimaarthonity.com |

    এ বিভাগের সর্বাধিক পঠিত

    Archive Calendar

    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     
    ১০
    ১১১২১৩১৪১৫১৬১৭
    ১৮১৯২০২১২২২৩২৪
    ২৫২৬২৭২৮২৯৩০৩১
  • ফেসবুকে ব্যাংক বীমা অর্থনীতি