বিবিএ নিউজ.নেট | ৩০ ডিসেম্বর ২০২০ | ১০:৪১ পূর্বাহ্ণ
পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি মেঘনা পেট্রোলিয়াম লিমিটেড প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।
গতকাল মঙ্গলবার কোম্পানির ৩০ সেপ্টেম্বর সমাপ্ত সময়ের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে প্রান্তিক প্রকাশ করার সিদ্ধান্ত গ্রহণ করেছে পরিচালনা পর্ষদ।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জুলাই- সেপ্টেম্বর ২০ অর্থাৎ আলোচ্য প্রান্তিকে কোম্পানির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৬ টাকা ৫৪ পয়সা। এর আগের বছরের একই সময়ে ইপিএস ছিল ৭ টাকা ৫৬ পয়সা।
কোম্পানিটির শেয়ারপ্রতি নেট অপারেটিং ক্যাশ ফ্লো (এনওসিএফপিএস) ছিল ৩৫ টাকা ৩১ পয়সা। গত বছরের একই সময়ে ক্যাশ ফ্লো ছিল ৩২ টাকা ২৭ পয়সা।
৩০ সেপ্টেম্বর ২০২০ তারিখে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ১৫৪ টাকা ৭৬ পয়সা।
বাংলাদেশ সময়: ১০:৪১ পূর্বাহ্ণ | বুধবার, ৩০ ডিসেম্বর ২০২০
bankbimaarthonity.com | rina sristy