বিবিএনিউজ.নেট | ২০ জানুয়ারি ২০২১ | ১:০০ অপরাহ্ণ
মেঘনা ব্যাংক লিমিটেডের নির্বাহী কমিটির নতুন চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন বিশিষ্ট শিল্পপতি তানভীর আহমেদ। এছাড়া ব্যাংকের অডিট কমিটির চেয়ারম্যান পুনর্নির্বাচিত হয়েছেন বিশিষ্ট শিল্পপতি উজমা চৌধুরী। সম্প্রতি মেঘনা ব্যাংকের ১০৮তম পরিচালনা পর্ষদ সভায় তাদের এ পদে নির্বাচিত করা হয়।
তানভীর আহমেদ এলিগেন্ট গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে অত্যন্ত সুনাম এবং সফলতার সঙ্গে দায়িত্ব পালন করছেন। এর আগে তিনি মেঘনা ব্যাংকের ঝুঁকি ব্যবস্থাপনা কমিটির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন।
অন্যদিকে অডিট কমিটির চেয়ারম্যান উজমা চৌধুরী প্রাণ গ্রুপের ফাইন্যান্স ডিরেক্টর হিসেবে সুনামের সঙ্গে ব্যবসা-বাণিজ্য পরিচালনা করছেন। তিনি দেশের কৃষিপণ্য উৎপাদন, উদ্ভাবন এবং বাজারজাতকরণে সংশ্লিষ্ট রয়েছেন।
বাংলাদেশ সময়: ১:০০ অপরাহ্ণ | বুধবার, ২০ জানুয়ারি ২০২১
bankbimaarthonity.com | Sajeed