বিবিএনিউজ.নেট | ০১ ফেব্রুয়ারি ২০২০ | ১০:১৫ পূর্বাহ্ণ
মেঘনা ব্যাংক লিমিটেডের নির্বাহী কমিটির নতুন চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন আলী আজিম খান। এছাড়া ব্যাংকের ঝুঁকি ব্যবস্থাপনা কমিটির চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন জাহাঙ্গীর আলম মানিক। সম্প্রতি ব্যাংকটির ৯৭তম পর্ষদ সভায় তারা উল্লিখিত পদে নির্বাচিত হন।
নির্বাহী কমিটির নতুন চেয়ারম্যান আলী আজিম খান সাইনেস্ট গ্রুপ অব কোম্পানিজের ব্যবস্থাপনা পরিচালক। তিনি টানা তিনবার বাণিজ্যিকভাবে গুরুত্বপূর্ণ ব্যক্তি (সিআইপি) নির্বাচিত হয়েছেন। তিনি বিভিন্ন সামাজিক উন্নয়ন কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত।
ঝুঁকি ব্যবস্থাপনা কমিটির নবনির্বাচিত চেয়ারম্যান জাহাঙ্গীর আলম মানিক সানজি গ্রুপের কর্ণধার। তিনি দেশের আবাসন, যোগাযোগ, কর্মসংস্থান এবং দরিদ্র জনগোষ্ঠীর মানোন্নয়নে কাজ করে যাচ্ছেন।
বাংলাদেশ সময়: ১০:১৫ পূর্বাহ্ণ | শনিবার, ০১ ফেব্রুয়ারি ২০২০
bankbimaarthonity.com | Sajeed