বিবিএ নিউজ.নেট | ১৮ মে ২০২১ | ১১:২৬ পূর্বাহ্ণ
পুঁজিবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি মোজাফফর হোসেন স্পিনিং মিলস লিমিটেড গত ৩১ মার্চ, ২০২১ তারিখে সমাপ্ত তৃতীয় প্রান্তিকের (জানুয়ারি’২১-মার্চ’২১) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।
গতকাল সোমবার অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদ সভায় চলতি হিসাববছরের তৃতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করা হয়।
ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
চলতি হিসাববছরের তৃতীয় প্রান্তিকে (জানুয়ারি’২১-মার্চ’২১) কোম্পানিটির শেয়ারপ্রতি আয় হয়েছে ৪৯ পয়সা। গত বছর একই সময়ে কোম্পানিটির লোকসান হয়েছিল ২৬ পয়সা।
অন্যদিকে চলতি হিসাববছরের প্রথম তিন প্রান্তিকে (জুলাই’২০-মার্চ’২১) কোম্পানিটির ইপিএস হয়েছে ১২ পয়সা। গত বছর একই সময়ে কোম্পানিটির লোকসান ছিল ৮৮ পয়সা।
গত ৩১ মার্চ, ২০২১ তারিখে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য ছিল ১৪ টাকা ০৮ পয়সা।
বাংলাদেশ সময়: ১১:২৬ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ১৮ মে ২০২১
bankbimaarthonity.com | rina sristy