বিবিএনিউজ.নেট | শুক্রবার, ০৭ জুন ২০১৯ | প্রিন্ট | 504 বার পঠিত
‘বেদের মেয়ে জোসনা’ খ্যাত অভিনেত্রী অঞ্জু ঘোষ এবার যোগ দিলেন কট্টর হিন্দুত্ববাদী দল ভারতীয় জনতা পার্টিতে।
বুধবার বিজেপির পশ্চিমবঙ্গের প্রধান কার্যালয়ে তিনি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দলটিতে যোগ দেন।
বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ নিজ হাতে অঞ্জু ঘোষকে দলীয় প্রতীক পদ্মফুল তুলে দেন। সেই সঙ্গে তার বিজেপিতে যোগদান সম্পন্ন হয়।
দিলীপ ঘোষ বলেন, বহু মানুষই এখন বিজেপিতে যোগ দিতে চাইছেন। তেমনি বিজেপিতে যোগ দিলেন অভিনেত্রী অঞ্জু ঘোষ।
সাম্প্রতিক লোকসভা নির্বাচনে পশ্চিমবঙ্গে বিজেপির উত্থানে দলবদলের হিড়িক লেগেছে। তৃণমূল কংগ্রেস ছেড়ে অনেকেই এবার যোগ দিচ্ছেন বিজেপি শিবিরে।
অঞ্জুর যোগদান পর্বে দিলীপ ঘোষ বলেন, তারা আসল বেদের মেয়ে জোসনা পেয়েছেন। এদিনের যোগদান পর্বে এছাড়াও উপস্থিত ছিলেন বিজেপি নেতা জয়প্রকাশ মজুমদার।
Posted ১২:৫২ অপরাহ্ণ | শুক্রবার, ০৭ জুন ২০১৯
bankbimaarthonity.com | Sajeed