বিবিএনিউজ.নেট | ০১ এপ্রিল ২০১৯ | ৩:৫৫ অপরাহ্ণ
পুঁজিবাজারে তালিকাভুক্ত বহুজাতিক কোম্পানি ম্যারিকো বাংলাদেশের পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডারদের জন্য ২০০ শতাংশ নগদ অন্তর্বর্তী লভ্যাংশ ঘোষণা করেছে।
কোম্পানিটির পরিচালনা পর্ষদ সভায় ২০১৯ সালের ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত সমাপ্ত ১১ মাসের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে লভ্যাংশ দেয়ার এ সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) থেকে জানানো হয়েছে।
কোম্পানি ঘোষিত অন্তর্বর্তী লভ্যাংশ পাওয়ার যোগ্য শেয়ারহোল্ডার নির্বাচনে রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ১৮ এপ্রিল।
ডিএসই জানিয়েছে, লভ্যাংশ ঘোষণার কারণে সোমবার ম্যারিকো বাংলাদেশের শেয়ারের দামে কোনো সর্কিট ব্রেকার থাকবে না। অর্থাৎ আজ কোম্পানিটির শেয়ারের দাম যত খুশি বাড়তে অথবা কমতে পারবে।
বিগত ১১ মাসে কোম্পানিটি শেয়ার প্রতি মুনাফা (ইপিএস) করেছে ৬১ টাকা ৫৫ পয়সা। আর ২০১৯ সালের ২৮ ফেব্রুয়ারি শেষে শেয়ারপ্রতি সম্পদ মূল্য (এনএ ভি) দাঁড়িয়েছে ৫৮ টাকা ৯৩ পয়সা।
স্বল্প মূলধনী কোম্পানি মারিকো বাংলাদেশের মোট ৩ কোটি ১৫ লাখ শেয়ারের মধ্যে ৯০ শতাংশই রয়েছে উদ্যোক্তা ও পরিচালকদের হাতে। বাকি শেয়ারের মধ্যে সাধারণ বিনিয়োগকারীদের কাছে আছে দশমিক ৭৭ শতাংশ। আর প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে আছে ২ দশমিক ৬৮ শতাংশ এবং বিদেশিদের কাছে ৬ দশমিক ৫৫ শতাংশ শেয়ার।
বাংলাদেশ সময়: ৩:৫৫ অপরাহ্ণ | সোমবার, ০১ এপ্রিল ২০১৯
bankbimaarthonity.com | Sajeed