
বিবিএনিউজ.নেট | শুক্রবার, ১০ জুলাই ২০২০ | প্রিন্ট | 351 বার পঠিত
রাজধানীর সায়েদাবাদে অভিযান চালিয়ে দশ হাজার পিস ইয়াবাসহ মো. আলাল মিয়া নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ।
বৃহস্পতিবার রাতে রাজধানীর সায়েদাবাদ এম আর এনার্জি পাম্পের সামনে থেকে তাকে গ্রেফতার করে যাত্রাবাড়ী থানা পুলিশের একটি দল। গ্রেফতার আলাল মিয়া গাইবান্ধার সাঘাটা থানার দুর্গাপুর গ্রামের বেলাল মিয়ার ছেলে।
যাত্রাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম জানান, গ্রেফতার আলাল একজন মাদক ব্যবসায়ী। তিনি ইয়াবা সংগ্রহ করে যাত্রাবাড়ীসহ রাজধানীর বিভিন্ন এলাকায় সরবরাহ করতেন। আলাল মিয়ার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। আলাল প্রাথমিক জিজ্ঞাসাবাদে আরও বেশ কয়েকজনের নাম বলেছেন। তাদের গ্রেফতারে অভিযান অব্যাহত আছে।
Posted ৯:৫২ পূর্বাহ্ণ | শুক্রবার, ১০ জুলাই ২০২০
bankbimaarthonity.com | Sajeed