নিজস্ব প্রতিবেদক | ১৬ এপ্রিল ২০২০ | ১:২০ অপরাহ্ণ
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: সংগৃহীত
প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, যুক্তরাষ্ট্রে করোনাভাইরাসের সংক্রমণ সর্বোচ্চ পর্যায় অতিক্রম করে ফেলেছে।এ মাসে বেশ কয়েকটি অঙ্গরাজ্য চলমান করে দেয়া যাবে বলে তিনি আশা প্রকাশ করেন।গভর্নরদের সঙ্গে আলোচনা শেষে আজ বৃহস্পতিবার অঙ্গরাজ্যগুলোর কর্মকাণ্ড চালুর বিষয়ে দিকনির্দেশনা দেওয়া হতে পারে।
বুধবার (১৫ এপ্রিল) হোয়াইট হাউসে একটি সংবাদ সম্মেলনে এসব কথা বলেন ট্রাম্প। বিবিসি অনলাইন প্রতিবেদনের মাধ্যমে এই তথ্য জানানো হয়।
ট্রাম্প বলেন, ‘আমরা আমাদের দেশকে আগেরঅবস্থায় ফিরিয়ে আনতে চাই।’
বাংলাদেশ সময়: ১:২০ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২০
bankbimaarthonity.com | saimun zidne