নিজস্ব প্রতিবেদক | ১৮ ফেব্রুয়ারি ২০২৩ | ৮:১৭ অপরাহ্ণ
দীর্ঘ ৮ বছর পর রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) বর্তমান চেয়ারম্যান মো. আনিছুর রহমান মিঞার আন্তরিকতা এবং দিক নির্দেশনায় নগর পরিকল্পনাবিদ,পরিচালক, তত্ত্বাবধায়ক প্রকৌশলী, নগর স্থপতি, উপ-পরিচালক, উপ-নগর পরিকল্পনাবিদ, উপ-স্থপতি, অথরাইজড অফিসার, নির্বাহী প্রকৌশলী এবং আইন কর্মকর্তাসহ ৭২ জন কর্মকর্তার পদোন্নতি হয়েছে। গত ৯ ফেব্রুয়ারি রাজউকের এই ৭২ জন কর্মকর্তার পদোন্নতির আদেশ প্রকাশিত হয়।
এদিকে রাজউকের পদোন্নতি প্রাপ্ত ৭২ জন কর্মকর্তা গত শুক্রবার (১৭ ফেব্রুয়ারি) সকালে রাজধানীর ধানমন্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন। এ সময় তারা জাতির পিতা ও তার পরিবারের সদস্যদের আত্নার মাগফিরাত কামনা করে দোয়া করেন। গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, রাজউক কর্মকর্তারা জাতির পিতার স্বপ্ন বাস্তবায়নে প্রধানমন্ত্রীর স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে পরিকল্পিত নগরী গড়তে নিষ্ঠার সাথে কাজ করার দৃঢ়প্রতিজ্ঞা ব্যক্ত করেন। উল্লেখ্য গত ৯ ই ফেব্রুয়ারী দীর্ঘ প্রায় ৮ বছর পর রাজউকের বর্তমান চেয়ারম্যান (সচিব) মো. আনিছুর রহমান মিঞা, চেয়ারম্যানের পিএ’এর আন্তরিকতা ও দিক নির্দেশনায় নগর পরিকল্পনাবিদ, পরিচালক, তত্ত্বাবধায়ক প্রকৌশলী, নগর স্থপতি, উপ-পরিচালক, উপ-নগর পরিকল্পনাবিদ, উপ-স্থপতি, অথরাইজড অফিসার, নির্বাহী প্রকৌশলী এবং আইন কর্মকর্তা হিসেবে ৭২ জন কর্মকর্তার পদোন্নতি প্রদান করা হয়।
বাংলাদেশ সময়: ৮:১৭ অপরাহ্ণ | শনিবার, ১৮ ফেব্রুয়ারি ২০২৩
bankbimaarthonity.com | rina sristy