| ১৩ ফেব্রুয়ারি ২০১৯ | ৫:৫৯ অপরাহ্ণ
মিডল্যান্ড ব্যাংক লিমিটেডের রাজশাহী শাখা সম্প্রতি উত্তরবঙ্গের প্রসিদ্ধ ও ঐতিহ্যবাহী রাজশাহী জেলা সদরের ১২নং ওয়াডর্, বোওয়ালীয়ার, গণকপাড়া, নিউমাকের্ট রোডে অবস্থিত রহমানিয়া টাওয়ারের দ্বিতীয় তলায় আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মো. আহসান-উজ জামান, রাজশাহী সিটি করপোরেশন মেয়র এ.ইচ.এম. খায়রুজ্জামান লিটন এবং বাংলাদেশ ব্যাংক রাজশাহী অফিসের মহাব্যবস্থাপক এ.এফ.এম. শাহিনুল ইসলামের উপস্থিতিতে প্রধান অতিথি হিসেবে আনুষ্ঠানিকভাবে শাখাটির উদ্বোধন করেন।
অনুষ্ঠানে ব্যাংকের গ্রাহক, শুভনুধ্যায়ী ছাড়াও উপস্থিত ছিলেন ব্যাংকের রিটেল ডিস্ট্রিবিউশনস বিভাগের প্রধান মো. রীদওয়ানুল হক, রাজশাহী শাখার ম্যানেজার কুদরত-ই-খোদা মো. সামিউল করিমসহ ব্যাংকের অন্যান্য নিবার্হী ও কর্মকর্তারা। -সংবাদ বিজ্ঞপ্তি
বাংলাদেশ সময়: ৫:৫৯ অপরাহ্ণ | বুধবার, ১৩ ফেব্রুয়ারি ২০১৯
bankbimaarthonity.com | Sajeed