খাগড়াছড়ি প্রতিনিধি | ০৭ জানুয়ারি ২০২০ | ১:৪৮ অপরাহ্ণ
খাগড়াছড়ির রামগড়ে শনিবার রাত সাড়ে ৮টায় বাজারের বিশিষ্ট ব্যবসায়ী মো. আবু তালেব’র বড়িতে আগুন লেগে সর্বস্ব পুড়ে যায়। ফায়ার সার্ভিস ও স্থানীয় জনগণ বহু চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনে।
এর আগে রামগড় মাস্টারপাড়ায় অবস্থিত আবু তালেব’র ১১টি বসতঘর পুড়ে যায়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ১০ লাখ।
ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী মো.আবু তালেব জানান, মুহূর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা চারিদিকে ছড়িয়ে পড়ে। নগদ টাকা, দলিলপত্র, স্বর্ণালঙ্কার, টিভি ফ্রিজ, ফার্নিচারসহ প্রায় ১০ লাখ টাকার মালামাল পুড়ে যায়। কীভাবে আগুন লেগেছে এ বিষয়ে নিশ্চিত হওয়া যাচ্ছে না বলে জানান, আবু তালেব।
খবর পেয়ে খাগড়াছড়ি জেলা পরিষদের চেয়ারম্যান কংজরী চৌধুরী, উপজেলা পরিষদের চেয়ারম্যান বিশ্ব প্রদীপ কুমার কারবারি, ভাইস চেয়ারম্যান আনোয়ার ফারুক, সহকারী কমিশনার সারোয়ার উদ্দিন, ওসি সামসুজ্জামান, রাজনৈতিক নেতারা সরেজমিন পরিদর্শন করে ক্ষতিগ্রস্তদের সান্ত্বনা দেন।
ফায়ার সার্ভিস অ্যান্ড সিভির ডিফেন্সের টিম লিডার হায়াত নবী জানান, রাত সাড়ে ৯টায় আগুন নিয়ন্ত্রণ আনার পাশাপশি ১৫ লাখ টাকার মালামাল রক্ষা করেন।
বাংলাদেশ সময়: ১:৪৮ অপরাহ্ণ | মঙ্গলবার, ০৭ জানুয়ারি ২০২০
bankbimaarthonity.com | Sajeed