শ্যামল রুদ্র, খাগড়াছড়ি | মঙ্গলবার, ০৫ জানুয়ারি ২০২১ | প্রিন্ট | 394 বার পঠিত
খাগড়াছড়ির রামগড়ে ছাত্রলীগের ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়। সোমবার রামগড় উপজেলা ছাত্রলীগের আয়োজনে এবং রামগড় উপজেলা ছাত্রলীগের সদস্য সচিব আনোয়ার জাহিদ ছোটনের নেতৃত্বে সকাল ১০টায় উপজেলা, পৌর, কলেজ ও মাদ্রাসা ছাত্রলীগের নেতাকর্মীরা ফেস্টুন ও ব্যানার হাতে রামগড় উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে সমাবেত হয়।
এরপর নানা আয়োজনে উপজেলা আওয়ামীলীগের কার্যালয়ের সামনে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়। পরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের শেষে দলীয় কার্যালয়ে উপজেলা আওয়ামী লীগের নেতাদের উপস্থিতিতে কেক কাটা হয়।
এ সময় উপস্থিত ছিলেন রামগড় উপজেলা পরিষদের চেয়ারম্যান বিশ্ব প্রদীপ কার্বারী, রামগড় উপজেলা ভাইস চেয়ারম্যান আনোয়ার ফারুক, পৌর আওয়ামী লীগের সভাপতি রফিকুল আলম কামাল, রামগড় সরকারী কলেজ ছাত্রলীগের সভাপতি আনোয়ার হোসেন, সহ-সভাপতি মো. এয়াছিন, পৌর ছাত্রলীগের সহ-সভাপতি ইসমাইল নুর, সহ-সভাপতি কামরুল ইসলাম, মাদ্রাসা ছাত্রলীগের সভাপতি মজিবুর রহমান, সাধারণ সম্পাদক আতিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক জুয়েল প্রমুখ।
Posted ১০:৪৬ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ০৫ জানুয়ারি ২০২১
bankbimaarthonity.com | Sajeed