বিবিএনিউজ.নেট | ২৭ এপ্রিল ২০১৯ | ২:১০ অপরাহ্ণ
রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার সন্ধ্যা সাড়ে ৬টায় বঙ্গভবনে এই সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হবে।
রাষ্ট্রপতির কার্যালয়ের প্রেস অনুবিভাগ থেকে এ তথ্য জানানো হয়েছে।
এদিকে প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিমও বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে বিকেল ৪টায় বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে ‘বঙ্গবন্ধু আন্তঃবিশ্ববিদ্যালয় স্পোর্টস চ্যাম্পিয়নশিপ ২০১৯’ এর সমাপনী অনুষ্ঠানে যোগ দেবেন প্রধানমন্ত্রী।
প্রসঙ্গত, এর আগে গত ২৬ মার্চ স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে যোগ দিতে বঙ্গভবনে গিয়েছিলেন শেখ হাসিনা।
বাংলাদেশ সময়: ২:১০ অপরাহ্ণ | শনিবার, ২৭ এপ্রিল ২০১৯
bankbimaarthonity.com | Sajeed