| ১৭ জুন ২০২১ | ২:৩০ অপরাহ্ণ
দেশের বিদ্যুৎ খাতে প্রথম বারের মতো বেসরকারি উদ্যোগে সোনারগাঁও, নারায়ণগঞ্জে নির্মাণাধীন গ্যাসভিত্তিক সিঙ্গেল ইউনিট কম্বাইন্ড সাইকেল পাওয়ার প্লান্টে সিন্ডিকেট ঋণ দিয়েছে রাষ্ট্রায়ত্ত চার ব্যাংক সোনালী, জনতা, অগ্রণী ও রূপালী ব্যাংক।
পাওয়ার প্লান্ট নির্মাণের কাজ বাস্তবায়ন করছে ইউনিক মেঘনাঘাট পাওয়ার।
সম্প্রতি ইউনিক মেঘনাঘাট পাওয়ারের সঙ্গে রাষ্ট্রায়ত্ত চার ব্যাংকের মধ্যকার ‘সিন্ডিকেশন প্রজেক্ট লোন ফ্যাসিলিটি এগ্রিমেন্ট’ চুক্তি স্বাক্ষরিত হয়।
এতে স্বাক্ষর করেন অগ্রণী ব্যাংকের জিএম (ক্রেডিট) ড. আব্দুল্লাহ আল মামুন, অন্যান্য ব্যাংকের জিএমগণ এবং ইউনিক মেঘনাঘাট পাওয়ারের এমডি চৌধুরী নাফিস সারাফাত।
এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অগ্রণী ব্যাংকের চেয়ারম্যান ড. জায়েদ বখ্ত।
আরো উপস্থিত ছিলেন অগ্রণী ব্যাংকের এমডি ও সিইও মোহম্মদ শামস্-উল ইসলাম, সোনালী ব্যাংকের এমডি ও সিইও মো. আতাউর রহমান প্রধান, জনতা ব্যাংকের এমডি ও সিইও মো. আব্দুস সালাম আজাদ এবং রূপালী ব্যাংকের এমডি ও সিইও মোহাম্মদ ওবায়েদ উল্লাহ আল মাসুদ এবং ইউনিক মেঘনাঘাট পাওয়ারের চেয়ারম্যান মো. নুর আলী ও এমডি চৌধুরী নাফিস সারাফাত প্রমুখ।
বাংলাদেশ সময়: ২:৩০ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ১৭ জুন ২০২১
bankbimaarthonity.com | rina sristy
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ২ | ৩ | ৪ | ৫ | ৬ | ৭ |
৮ | ৯ | ১০ | ১১ | ১২ | ১৩ | ১৪ |
১৫ | ১৬ | ১৭ | ১৮ | ১৯ | ২০ | ২১ |
২২ | ২৩ | ২৪ | ২৫ | ২৬ | ২৭ | ২৮ |
২৯ | ৩০ |