নিজস্ব প্রতিবেদক: | সোমবার, ১৮ সেপ্টেম্বর ২০২৩ | প্রিন্ট | 48 বার পঠিত
অস্বাভাবিকভাবে দর বাড়ার কারণে রিপাবলিক ইন্স্যুরেন্সকে শোকজ করেছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (সিএসই)। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা যায়, শয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানিটির শেয়ার দর অস্বাভাবিকভাবে বাড়ার কারণ জানতে চেয়ে কোম্পানিটিকে ডিএসই নোটিস পাঠায়। এর প্রেক্ষিতে কোম্পানিটি জানিয়েছে অস্বাভাবিক শেয়ার দর বাড়ার পেছনে কোনো মূল্য সংবেদনশীল তথ্য নেই।
বাজার পরযবেক্ষণে দেখা যায়, কোম্পানিটির শেয়ার দর গত ২০ আগস্ট ছিল ৩৫ দশমিক ৬০ টাকায়। আর ১৭ সেপ্টেম্বর কোম্পানিটির শেয়ারের দর বেড়ে দাঁড়ায় ৪৫ দশমিক ২০ টাকায়। অর্থাৎ এই ১৯ কার্যদিবসে কোম্পানিটির শেয়ার দর ৯ দশমিক ৬০ টাকা বা ২৭ শতাংশ বেড়েছে।
এই দর বাড়াকে অস্বাভাবিক বলে মনে করছে ডিএসই কতৃপক্ষ।
Posted ৬:২০ অপরাহ্ণ | সোমবার, ১৮ সেপ্টেম্বর ২০২৩
bankbimaarthonity.com | saed khan