পুঁজিবাজার ডেস্ক | বৃহস্পতিবার, ২৭ জুন ২০১৯ | প্রিন্ট | 550 বার পঠিত
পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি রিপাবলিক ইন্স্যুরেন্সের কোম্পানি লিমিটেড ১০ শতাংশ লভ্যাংশ অনুমোদন করেছে। এর পুরোটাই বোনাস লভ্যাংশ।
আজ বৃহস্পতিবার রাজধানীর আইডিইবি ভবনে ইন্স্যুরেন্সটির ১৯তম বার্ষিক সাধারণ সভায় (এজিএম) এই লভ্যাংশের অনুমোদন দেওয়া হয়।
৩১ ডিসেম্বর, ২০১৮ সালের সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে এ লভ্যাংশ অনুমোদন করেছে ই্স্যুরেন্সটি। আলোচ্য সময়ে ইন্স্যুরেন্সের শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ৫৫ পয়সা। ৩১ ডিসেম্বর ২০১৮ তারিখে শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভি) ছিল ১৪ টাকা ৮২ পয়সা।
কোম্পানির চেয়ারম্যান মোহাম্মদ হানিফ চৌধুরী, ভাইস চেয়ারম্যান হাসিনা গাজী, সতন্ত্র পরচিালক আতাউল হক, আর্শেদ ও সালাউদ্দিন চৌধুরী, সিএফও শহিদ উল হাসান, পরিচালক ও সেক্রেটারিসহ কোম্পানির শেয়ারহোল্ডারবৃন্দ উপস্থিত ছিলেন।
Posted ৩:৩১ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ২৭ জুন ২০১৯
bankbimaarthonity.com | Sajeed