নিজস্ব প্রতিবেদক | বৃহস্পতিবার, ৩০ মার্চ ২০২৩ | প্রিন্ট | 132 বার পঠিত
পুঁজিবাজারে তালিকাভুক্ত রিলায়েন্স ইন্স্যুরেন্স লিমিটেডের ৩৫তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হয়েছে।
সভায় ২০২২ সালের জন্য বিনিয়োগকারীদের সম্মতিতে ২৫ শতাংশ নগদ লভ্যাংশ অনুমোদন দেয়া হয়। আজ বৃহস্পতিবার (৩০ মার্চ, ২০২২) ডিজিটাল প্ল্যাটফর্মে অনুষ্ঠিত কোম্পানির বার্ষিক সাধারণ সভা শেয়ারহোল্ডারদের জন্য এ লভ্যাংশ অনুমোদন দেয়া হয়।
সভায় সভাপতিত্ব করেন কোম্পানির পরিচালকমণ্ডলীর চেয়ারম্যান শ্রী রাজিব প্রসাদ সাহা। এ সময় অন্যান্য পরিচালকদের মধ্যে উপস্থিত ছিলেন শামসুর রহমান (ভাইস-চেয়ারম্যান), আরশাদ ওয়ালিউর রহমান, ইমরান ফয়েজ রহমান, সামিরা আলম, ইফতিখারুল হক, আমিরান হোসেন, মো. হাবিবুর রহমান মোল্লাহ এফসিএ, আব্দুল্লাহ আল মামুন এফসিএ, আজিজুর রশিদ এফসিএ, আনিস-উজ-জামান খান, প্রফসের মুহাম্মদ আব্দুল্লাহ এবং কোম্পানির মুখ্য নির্বাহী কর্মকর্তা মো. খালেদ মামুন এফসিআইআই। সভা সঞ্চালনা করেন কোম্পানি সচিব মোহাম্মদ মামুনুর রশিদ।
সভায় ৩১ ডিসেম্বর ২০২২ সমাপ্ত বছরের আর্থিক প্রতিবেদনের উপর আলোচনা ও শেয়ারহোল্ডারদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন কোম্পানির মুখ্য নির্বাহী কর্মকর্তা। কোম্পানির বার্ষিক প্রতিবেদনে দেখা যায়, ২০২২ সালে কোম্পানির গ্রস প্রিমিয়াম হয়েছে ৩৫২ কোটি ৩৬ লাখ টাকা, যা ২০২১ সালে ছিল ৩১৪ কোটি ৩ লাখ টাকা। এছাড়া, আলোচ্য বছরে নিট প্রিমিয়াম দাঁড়িয়েছে ১২৭ কোটি ৪২ লাখ টাকা যা আগের বছর ছিলো ১১৪ কোটি ৮৮ লাখ টাকা। ২০২২ সালে প্রতিষ্ঠানটির অবলিখন মুনাফা দাঁড়িয়েছে ৬১ কোটি ৫২ লাখ টাকা যা আগের বছর এর পরিমাণ ছিলো ৫৭ কোটি ৪৫ লাখ টাকা।
বিদায়ী বছরে ব্যবসায়িক ধারাবাহিকতায় প্রতিষ্ঠানটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) বাড়লেও শেয়ার প্রতি সম্পদ মূল্য (এনএভিপিএস) ২০২১ সালের তুলনায় কিছুটা কমেছে। আলোচ্য বছরে ইপিএস দাঁড়িয়েছে ৫.৮৬ টাকা, যা আগের বছর ছিল ৫.৫৯ টাকা এবং এনএভিপিএস দাঁড়িয়েছে ৬৪.১৫ টাকা, যা ২০২১ সালে ছিল ৬৪.৩৯ টাকা। সভায় শেয়ারহোল্ডারের স্বতস্ফূর্ত অংশগ্রহণে ২০২২ সালের আর্থিক প্রতিবেদন, পরিচালক নির্বাচন, অডিটর নিয়োগসহ বিভিন্ন আলোচ্যসূচি অনুমোদন লাভ করে।
Posted ৩:৫২ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ৩০ মার্চ ২০২৩
bankbimaarthonity.com | rina sristy