• রূপালী ইন্স্যুরেন্সের নতুন বীমা পরিকল্প উদ্বোধন

    নিজস্ব প্রতিবেদক | ০২ জানুয়ারি ২০২৩ | ৭:৩৮ পিএম

    রূপালী ইন্স্যুরেন্সের নতুন বীমা পরিকল্প উদ্বোধন
    apps

    রূপালী ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের উদ্যোগে ‘রূপালী স্বাস্থ্যসেবা’ ডিজিটাল ওপিডি নামে নতুন বীমা পরিকল্পের উদ্বোধন করা হয়েছে।

    রোববার (১ জানুয়ারি) হোটেল সোনারগাঁওয়ে আয়োজিত অনুষ্ঠানে এই পরিকল্প উদ্বোধন করা হয়।

    উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (আইডিআরএ) চেয়ারম্যান মোহাম্মদ জয়নুল বারী।

    বিশেষ অতিথি ছিলেন বিআইএ’র প্রেসিডেন্ট শেখ কবির হোসেন ও জনতা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মো. আব্দুস সালাম আজাদ। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইডিআরএ’র সদস্য মো. নজরুল ইসলাম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রূপালী ইন্স্যুরেন্সের চেয়ারম্যান মোস্তফা গোলাম কুদ্দুস। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন রূপালী ইন্স্যুরেন্সের মুখ্য নির্বাহী কর্মকর্তা পি কে রায়, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ফৌজিয়া কামরুন তানিয়া, পরিচালক কাজী মনিরুজ্জামান, স্বতন্ত্র পরিচালক শেখ মোহাম্মদ ড্যানিয়েল।


    অনুষ্ঠানের প্রধান অতিথি মোহাম্মদ জয়নুল বারী তার বক্তব্যে বলেন, বীমা খাতে আমাদেরকে বৈচিত্র্য আনতে হবে। সীমিত সংখ্যক বীমা প্রোডাক্ট নিয়ে আমরা অসুস্থ প্রতিযোগিতার মধ্যে আছি। এটা একদিকে যেমন সেক্টরের ভাবমূর্তির জন্য ক্ষতিকর; খাতটিকে পিছিয়ে দিচ্ছে, ইমেজ নষ্ট করছে তেমনি এ খাতে কোন সৃষ্টিশীলতা দেখা যাচ্ছে না। কোন ধরণের নতুনত্ব নেই। এখন নতুনত্বের যুগ। সবাই সব কিছুতে নতুনত্ব চায়। নতুনত্ব আনার জন্যই আমরা রূপালি ইন্স্যুরেন্সের নতুন এই প্রোডাক্টের বিষয়ে একমত হয়েছি। তবে আমরা সকল প্রডাক্ট অতি দ্রুত অনুমোদন দিতে পারি না। কারণ, অনেক সময় প্রস্তাবিত প্রডাক্টটি বীমা খাতের জন্য উপকারী হবে কিনা, মানুষের কাজে লাগবে কিনা সেটা বোঝা যায় না বা স্পষ্ট হয় না। তখন সেটা অনুমোদন দিতে আমাদের সমস্যা হয়। তবে ভালো প্রোডাক্টকে আমরা স্বাগত জানাই, উৎসাহ দেই।

    তিনি আরো বলেন, বীমার ক্ষেত্রে আমাদের অবস্থা ভালো না। গত এক যুগ ধরে বাংলাদেশের অর্থনীতির যে উন্নয়ন হয়েছে সেটার তুলনায় আমাদের বীমা খাতের অবদান খুবই নগন্য। এ খাতে অনেক সমস্যাও আছে। তবে অনেক সম্ভাবনাও আছে বীমা খাতের। তিনি বলেন, শিক্ষিত জনবল বীমা খাতে নেই, এটা ভালো লক্ষণ না। সুদূর প্রসারী চিন্তা না থাকলে বেশি দূর এগোনো যায় না। তাই আমাদের স্বপ্ন দেখতে হবে তাহলে এই বীমা খাতের উন্নতি হবে।

     

    Facebook Comments Box

    বাংলাদেশ সময়: ৭:৩৮ পিএম | সোমবার, ০২ জানুয়ারি ২০২৩

    bankbimaarthonity.com |

    এ বিভাগের সর্বাধিক পঠিত

    November 2023
    S S M T W T F
     123
    45678910
    11121314151617
    18192021222324
    252627282930  
  • ফেসবুকে ব্যাংক বীমা অর্থনীতি