| ১৫ নভেম্বর ২০২১ | ১১:৫৬ পূর্বাহ্ণ
রূপালী ব্যাংকের বরিশাল বিভাগীয় শাখা ব্যবস্থাপক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
বরিশাল ধান গবেষণা কেন্দ্রের কনফারেন্স রুমে অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিইও মো. ওবায়েদ উল্লাহ আল মাসুদ।
এ সময় এমডি গ্রাহক সেবায় শাখাগুলোকে আরো আন্তরিক হওয়ার মাধ্যমে উন্নত ও দ্রুততর সেবা দেওয়ার আহ্বান জানান। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক মো. শওকত আলী খান ও খান ইকবাল হোসেন।
বিভাগীয় কার্যালয় বরিশালের জিএম মো. ইকবাল হোসেন খাঁর সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে বরিশাল বিভাগের অধীনস্থ সব জোনাল ম্যানাজাররা উপস্থিত ছিলেন। এছাড়াও বরিশাল বিভাগের সব শাখা ব্যবস্থাপকরা ভার্চ্যুয়ালি সম্মেলনে যুক্ত হন।
বাংলাদেশ সময়: ১১:৫৬ পূর্বাহ্ণ | সোমবার, ১৫ নভেম্বর ২০২১
bankbimaarthonity.com | rina sristy