নিজস্ব প্রতিবেদক | রবিবার, ০১ সেপ্টেম্বর ২০২৪ | প্রিন্ট | 69 বার পঠিত
রূপালী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি ২০২৩ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত বছরে শেয়ার হোল্ডারদের জন্য ১২% নগদ লভ্যাংশ ঘোষণা করেছে ।
কোম্পানির প্রধান কার্যালয়ে বুধবার (২৮ আগস্ট) অনুষ্ঠিত ১৯০তম বোর্ড সভায় এ ঘোষণা দেয়া হয়।
সভায় সভাপতিত্ব করেন কোম্পানির ভাইস-চেয়ারম্যান আব্দুল্লাহ জামিল মতিন। পরিচালনা পর্ষদের সদস্যগণ, মুখ্য নির্বাহী কর্মকর্তা, প্রধান হিসাব কর্মকর্তা এবং কোম্পানি সচিব সভায় অংশগ্রহণ করেন। সভায় ২০২৩ সনের বার্ষিক নিরীক্ষা প্রতিবেদন অনুমোদন করা হয় এবং শেয়ার হোল্ডারদের জন্য ১২% ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করা হয়। আগামী ২৬ সেপ্টেম্বর রেকর্ড ডেট এবং ৩০ অক্টোবর ২০২৪ তারিখে কোম্পানির ২৪তম বার্ষিক সাধারণ সভার দিন নির্ধারণ করা হয়।
Posted ৫:৫৯ অপরাহ্ণ | রবিবার, ০১ সেপ্টেম্বর ২০২৪
bankbimaarthonity.com | rina sristy