নিজস্ব প্রতিবেদক | রবিবার, ১৮ সেপ্টেম্বর ২০২২ | প্রিন্ট | 157 বার পঠিত
পুঁজিবাজারে তালিকাভুক্ত রূপালী লাইফ ইন্স্যুরেন্সের ২২তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) রোববার (১৮ সেপ্টেম্বর) সকাল ১০ টায় অনুষ্ঠিত হয়।
এতে সভাপতিত্ব করেন কোম্পানি চেয়ারম্যান মাহফুজুর রহমান এমপি। সভায় শেয়ারহোল্ডারদের সম্মতিতে ২০২১ সালের জন্য ১৮ শতাংশ নগদ লভ্যাংশ অনুমোদন করা হয়। এছাড়া, বার্ষিক সাধারণ সভায় সমাপ্ত অর্থ বছরের আর্থিক বিবরণী, নিরীক্ষিত স্থিতিপত্র ও লাভ লোকসান হিসাব নিয়ে বিস্তারিত আলোচনাসহ ২০২২ সালের জন্য অডিটর, চার্টার্ড একাউন্ট্যান্ট ও কমপ্লায়েন্স অডিটর, চার্টার্ড একাউন্ট্যান্টের পুনঃনিয়োগ বিনিয়োগকারীদের সম্মতিক্রমে অনুমোদন লাভ করে।
সভায় ৩১ ডিসেম্বর ২০২১ সমাপ্ত বছরের বার্ষিক আর্থিক প্রতিবেদনের উপর আলোচনা করেন পরিচালনা পর্ষদ ও বিনিয়োগকারীরা। এতে দেখা যায়, ২০২১ সালে রূপালী লাইফের গ্রস প্রিমিয়াম আয় ৩ কোটি ৫০ লাখ টাকা বৃদ্ধি পেয়ে ২৫১ কোটি ১৫ লাখ টাকা হয়েছে। যা ২০২০ সালে ছিল২৪৭ কোটি ৬৪ লাখ টাকা, ১ম বর্ষ প্রিমিয়াম ৬ কোটি ৭৪ লাখ টাকা কমে ৮০ কোটি ৫৭ লাখ টাকা হয়েছে। যা ২০২০ সালে ছিল ৮৭ কোটি ৩২ লাখ টাকা, নবায়ন প্রিমিয়াম ১০ কোটি ১১ লাখ টাকা বৃদ্ধি পেয়ে ১৭০ কোটি ১২ লাখ টাকা হয়েছে, যা ২০২০ সালে ছিল ১৬০ কোটি ১ লাখ টাকা।
লাইফ ফান্ড ২৩ কোটি ৩৪ লাখ টাকা বৃদ্ধি পেয়ে ৫২৮ কোটি ৪৫ লাখ টাকা হয়েছে। যা ২০২০ সালে ছিল ৫০৫ কোটি ১০ লাখ টাকা। মোট সম্পদ ৩১ কোটি ৯৭ লাখ টাকা বৃদ্ধি পেয়ে ৬৩৯ কোটি ৯২ লাখ টাকা হয়েছে। যা ২০২০ সালে ছিল ৬০৭ কোটি ৯৫ লাখ টাকা। পাশাপাশি দাবি পরিশোধের পরিমাণ আগের চেয়ে কিছুটা বেড়েছে। আলোচ্য বছরে দাবি পরিশোধ করেছে ১৫৩ কোটি ৮২ লাখ টাকা, যা আগের বছর ছিল ১৩৯ কোটি ৮৮ লাখ টাকা। আলোচ্য বছরে দাবি পরিশোধকৃত টাকা বৃদ্ধির পরিমাণ ১৩ কোটি ৯৪ লাখ টাকা। রূপালী লাইফ ইন্স্যুরেন্সের ২০২১ সালে বিনিয়োগ বৃদ্ধি পেয়ে দাঁড়িয়েছে ২৯৫ কোটি ৯৯ লাখ টাকা যা ২০২০ সালে ছিল ২৯১ কোটি ৯০ লাখ টাকা। যা কোম্পানির ভীত মজবুত করতে সহায়তা করবে।
ভার্চুয়ালি সভায় উপস্থিত ছিলেন কোম্পানির ভাইস চেয়ারম্যান মো. মনিরুল হাসান খান, পরিচালক আব্দুল্লাহ জামিল মতিন, দেওয়ান নুরুজ্জামান, মোহাম্মদ আমিরুল ইসলাম, মাহিম রহমান জিম, স্বতন্ত্র পরিচালক আহসানুল বারী, এফসিএমএ ও মো. গিয়াস উদ্দিন, শরিয়াহ বোর্ডের চেয়ারম্যান মাওলানা মুফতি কফিলউদ্দিন সরকার, কোম্পানির প্রধান নির্বাহী কর্মকর্তা মো. গোলাম কিবরিয়াসহ কোম্পানির উর্ধ্বতন কর্মকর্তা ও বিপুল সংখ্যক শেয়ারহোল্ডার। এ সময় শেয়ারহোল্ডারদের উদ্যেশ্যে বক্তব্য প্রদান করেন কোম্পানির চেয়ারম্যান মাহফুজুর রহমান। শেয়ারহোল্ডারবৃন্দের স্বতঃস্ফুর্ত অংশগ্রহণে সভা সঞ্চালনা করেন কোম্পানি সচিব মো. আমিরুল ইসলাম মুকিত।
Posted ২:০৪ অপরাহ্ণ | রবিবার, ১৮ সেপ্টেম্বর ২০২২
bankbimaarthonity.com | rina sristy