• রেকিট বেনকিজারের ডিভিডেন্ড ঘোষণা ও আর্থিক প্রতিবেদন প্রকাশ

    নিজস্ব প্রতিবেদক | ৩০ এপ্রিল ২০২০ | ১১:১৫ অপরাহ্ণ

    রেকিট বেনকিজারের ডিভিডেন্ড ঘোষণা ও আর্থিক প্রতিবেদন প্রকাশ
    apps

    ৩১ ডিসেম্বর, ২০১৯ সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে সংশ্লিষ্ট শেয়ারহোল্ডারদের জন্য ১২৫০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত রেকিট বেনকিজারের পর্ষদ। একই সঙ্গে কোম্পানিটির প্রথম প্রান্তিকের (জানুয়ারি-মার্চ, ২০২০) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করা হয়েছে। আজ অনুষ্ঠিত কোম্পানিটির পর্ষদ সভায় এমন সিদ্ধান্ত হয়েছে।
    তথ্যমতে, সমাপ্ত হিসাব বছরে কোম্পানির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১৩১.০৬ টাকা। শেয়ার প্রতি সম্পদ মূল্য (এনএভি) দাঁড়িয়েছে ১৪২.৬৪ টাকা এবং শেয়ার প্রতি নগদ কার্যকর অর্থ প্রবাহ (এনওসিএফপিএস) হয়েছে ১৭৬.৫৫ টাকা।
    কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ৩ ম জুন, সকাল সাড়ে ১১টায় অনুষ্ঠিত হবে। ডিভিডেন্ড সংক্রান্ত রেকর্ড ডেট আগামী ১১ মে নির্ধারণ করা হয়েছে।
    অন্যদিকে, প্রথম প্রান্তিকের (জানুয়ারি-মার্চ, ২০২০) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ২৪ টাকা ০৪ পয়সা। এর আগের বছর একই সময়ে ইপিএস ছিল ১৫ টাকা ৪৬ পয়সা।
    ৩১ মার্চ শেষে কোম্পানির শেয়ার প্রতি প্রকৃত সম্পদ মূল্য (এনএভিপিএস) হয়েছে ১৬৬ টাকা ৬৮ পয়সা। শেয়ার প্রতি নেট অপারেটিং ক্যাশ ফ্লো (এনওসিএফপিএস) হয়েছে ১০০.৬৭ টাকা।

    Facebook Comments Box

    বাংলাদেশ সময়: ১১:১৫ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২০

    bankbimaarthonity.com |

    এ বিভাগের সর্বাধিক পঠিত

    Archive Calendar

    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     
    ১০
    ১১১২১৩১৪১৫১৬১৭
    ১৮১৯২০২১২২২৩২৪
    ২৫২৬২৭২৮২৯৩০৩১
  • ফেসবুকে ব্যাংক বীমা অর্থনীতি