| বুধবার, ০৬ ফেব্রুয়ারি ২০১৯ | প্রিন্ট | 873 বার পঠিত
আগের গানে রোবট ইমরান। পাশে গায়ক ইমরান ও সাফা কবিরঠিক এক বছর আগে এই দিনে (৫ ফেব্রুয়ারি) প্রকাশ পেয়েছিল সংগীতশিল্পী ইমরান মাহমুদুল ও অভিনেত্রী সাফা কবিরের মিউজিক ভিডিও ‘এমন একটা তুমি চাই’। এতে রোবট হিসেবে হাজির হয়ে চমকে দেন ইমরান।
সেই সূত্রে, আজ (৫ ফেব্রুয়ারি) একই দিনে সিএমভির ব্যানার থেকেই প্রকাশ হলো ইমরান-সাফা কবিরের নতুন মিউজিক ভিডিও। এবার ইমরান হয়েছেন সাফার প্রতিদ্বন্দ্বী। তবে তাকে গিটারও শেখান ইমরান। গানের শিরোনাম ‘আমার কাছে তুমি অন্যরকম’।
আগেরটির মতো এবারের গানটিও লিখেছেন মেহেদী হাসান লিমন, সুর করেছেন নাজির মাহমুদ, গেয়েছেন ইমরান, মডেল হয়েছেন সাফা কবির, ভিডিও নির্মাণ করেছেন ভিকি জাহেদ আর প্রযোজনা করেছে সিএমভি।
একই টিম নিয়ে গান প্রকাশ করার প্রসঙ্গে ইমরান বললেন, ‘‘আমার গান নিয়মিত প্রকাশ পাচ্ছে। তবে আমার আর সিএমভি’র কাজের বিষয়টা বরাবরই একটু আলাদা। মানে আমরা দুই পক্ষ এক হয়ে খুব কম কাজ করেছি। অথচ যে ক’টা করেছি তার সবগুলোই সফল। আমাদের শেষ কাজ এক বছর আগে- ‘এমন একটা তুমি চাই’। মাঝে এক বছর একটা গানেরই প্ল্যান করেছি, সেটি হলো- ‘আমার কাছে তুমি অন্যরকম’। একই টিম কাজ করেছি এবারও। মুক্তিও পেয়েছে একই তারিখে! এটা একটা নতুন বিষয়। আইডিয়াটা আমার কাছে দারুণ লেগেছে। আশা করি এবারও সবাই মুগ্ধ হবেন।’’
‘আমার কাছে তুমি অন্যরকম’ গানটি বেশ রোমান্টিক। ভিডিওতেও রয়েছে প্রেমময় গল্পের ছাপ। কারণ, গানটি প্রকাশ পেয়েছে বিশ্ব ভালোবাসা দিবসকে (১৪ ফেব্রুয়ারি) উৎসর্গ করে।
Posted ১২:৩০ অপরাহ্ণ | বুধবার, ০৬ ফেব্রুয়ারি ২০১৯
bankbimaarthonity.com | Sajeed