| বৃহস্পতিবার, ৩০ মে ২০২৪ | প্রিন্ট | 77 বার পঠিত
র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) মহাপরিচালক (ডিজি) হিসেবে নিয়োগ পেয়েছেন পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক হারুন অর রশিদ। বুধবার (২৯ মে) স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
হারুন অর রশিদ র্যাবের বর্তমান মহাপরিচালক এম খুরশীদ হোসেনের স্থলাভিষিক্ত হবেন। প্রজ্ঞাপনে বলা হয়েছে, আগামী ৫ জুন হারুন অর রশিদ তাঁর দায়িত্ব নেবেন।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অপর এক প্রজ্ঞাপনে র্যাবের ডিজি এম খুরশীদ হোসেনের অবসরের কথা জানানো হয়েছে।
খুরশীদ হোসেন আগামী ৫ জুন অবসরে যাচ্ছেন। তিনি ২০২২ সালের সেপ্টেম্বরে র্যাবের দায়িত্বে আসেন। পরে ২০২৩ সালের ২৩ মে তাঁকে আরও এক বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়।
Posted ১:১৬ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ৩০ মে ২০২৪
bankbimaarthonity.com | rina sristy