• লকডাউনে চলবে ওএমএসে চাল-আটা বিক্রি

    বিবিএ নিউজ. নেট | ১৫ এপ্রিল ২০২১ | ৩:০৩ অপরাহ্ণ

    লকডাউনে চলবে ওএমএসে চাল-আটা বিক্রি
    apps

    সরকার ঘোষিত লকডাউনের মধ্যেও স্বল্প আয়ের মানুষের খাদ্যের মৌলিক চাহিদা পূরণে দেশের বিভাগীয় ও জেলা পর্যায়ের শহরগুলোতে ন্যায্যমূল্যে খোলা বাজারে (ওএমএস) চাল ও আটা বিক্রি কার্যক্রম চলবে।

    গতকাল বৃহস্পতিবার (১৫ এপ্রিল) খাদ্য মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
    বিজ্ঞপ্তিতে বলা হয়, সারাদেশে বিভাগীয় ও জেলা পর্যায়ের শহরগুলোতে ৭১৫ জন ওএমএস ডিলারের মাধ্যমে মোট ৭১৫টি বিক্রয় কেন্দ্রে (১০টি ভ্রাম্যমাণ ট্রাকসহ) ৭৩৩ মেট্রিক টন চাল ও ৭৯৬ টন আটা বিক্রি চলবে।

    Progoti-Insurance-AAA.jpg

    ঢাকা মহানগরে ১০টি ট্রাকের মাধ্যমে প্রতিদিন ৩০ টন চাল এবং ১২৬টি বিক্রয়কেন্দ্রের মাধ্যমে ১২৪ টন চাল ও ৬৬ টন আটা বিক্রি হচ্ছে। এছাড়া শ্রমঘন জেলাগুলোতে (ঢাকা, গাজীপুর, নারায়ণগঞ্জ ও নরসিংদী) ১৫১টি বিক্রয়কেন্দ্রে দৈনিক ডিলার প্রতি এক টন চাল ও ২ টন আটা এবং অন্যান্য মহানগরী এবং জেলা শহরে ৩১১টি বিক্রয়কেন্দ্রে ডিলার প্রতি প্রতিদিন এক টন চাল ও এক টন আটা বিক্রি চলমান থাকবে।

    শুক্রবার ও সরকারি ছুটির দিন ছাড়া সপ্তাহে ৬ দিনই ওএমএস কার্যক্রম চলবে বলে খাদ্য মন্ত্রণালয় থেকে জানানো হয়।


    উল্লেখ্য, করোনাভাইরাসের সংক্রমণ রোধে বুধবার (১৪ এপ্রিল) ভোর ৬টা থেকে দেশে ৮দিনের কঠোর লকডাউন শুরু হয়েছে। আগামী ২১ এপ্রিল মধ্যরাত পর্যন্ত এই লকডাউন বহাল থাকবে।

    Facebook Comments Box

    বাংলাদেশ সময়: ৩:০৩ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ১৫ এপ্রিল ২০২১

    bankbimaarthonity.com |

    এ বিভাগের সর্বাধিক পঠিত

    রডের দাম বাড়ছে

    ১৩ জানুয়ারি ২০১৯

    Archive Calendar

    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     
    ১০
    ১১১২১৩১৪১৫১৬১৭
    ১৮১৯২০২১২২২৩২৪
    ২৫২৬২৭২৮২৯৩০৩১
  • ফেসবুকে ব্যাংক বীমা অর্থনীতি