
| রবিবার, ০৪ এপ্রিল ২০২১ | প্রিন্ট | 476 বার পঠিত
লকডাউনে ব্যাংকিং আওয়ারের সঙ্গে সমন্বয় করে পুঁজিবাজারে লেনদেন সময়সূচিতে পরিবর্তন আনা হয়েছে।
আগামীকাল থেকে সকাল ১০টায় লেনদেন শুরু হয়ে চলবে দুপুর ১২টা পর্যন্ত। বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) নির্বাহী পরিচালক মোহাম্মদ রেজাউল করিম এ তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, কমিশন সিদ্ধান্ত নিয়েছে লকডাউনে ব্যাংকিং আওয়ারের সঙ্গে সমন্বয় করে পুঁজিবাজারে লেনদেন সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত অর্থাৎ দুই ঘণ্টা লেনদেন চলবে। আগামীকাল থেকেই এটি কার্যকর হচ্ছে।
এদিকে আজ রোববার লকডাউন আতঙ্কে পুঁজিবাজারে সূচকের ব্যাপক পতন হয়েছে। এদিন ডিএসইর সূচক ডিএসইএক্স ১৮১ পয়েন্ট কমেছে।
Posted ৫:৩৩ অপরাহ্ণ | রবিবার, ০৪ এপ্রিল ২০২১
bankbimaarthonity.com | rina sristy