আদম মালেক | বুধবার, ২০ জানুয়ারি ২০২১ | প্রিন্ট | 2932 বার পঠিত
গত নভেম্বরের তুলনায় ডিসেম্বরে অর্থাৎ এক মাসে ব্যাংকিং খাতের ২৩ কোম্পানিতে প্রাতিষ্ঠানিক বিনিয়োগ বেড়েছে। যা ব্যাংকিং খাতের বিনিয়োগকারীদের জন্য সুখবর। ডিসেম্বরে এ খাতের আর্থিক বছর শেষ হওয়ায় চলতি মাস থেকেই এ খাতের কোম্পানিগুলো লভ্যাংশ ঘোষণা করবে। সন্তোষজনক হারে লভ্যাংশ ঘোষণা করা হলে বিনিয়োগকারীদের ব্যাপক অংশগ্রহণে ঘুরে দাঁড়াতে পারে ব্যাংকিং খাত। যার ইতিবাচক প্রভাব পড়বে পুঁজিবাজারে -এমনটাই মনে করছেন বাজার সংশ্লিষ্টরা।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) জানা যায়, ৩১ ডিসেম্বর ২০২০ পর্যন্ত প্রাতিষ্ঠানিক বেড়েছে পুঁজিবাজারে তালিকভুক্ত ২৩ ব্যাংকে। তবে বিনিয়োগ কমেছে ৭ ব্যাংকে। অপরদিকে পরিচালকদের বিনিয়োগ বেড়েছে ২ ব্যাংকে, কমেছে ৩ ব্যাংকে এবং অপরিবর্তিত রয়েছে ২৫ ব্যাংকে। বিদেশী বিনিয়োগ বেড়েছে ৭ ব্যাংকে, কমেছে ৯ ব্যাংক এবং বিনিয়োগ অপরিবর্তিত ১০ ব্যাংক। ।
এদিকে, প্রাতিষ্ঠানিক বিনিয়োগে সবচেয়ে বেশী এগিয়ে আছে আইএফআইস ব্যাংক। নভেম্বর শেষে ব্যাংকটির শেয়ারে প্রাতিষ্ঠানিক বিনিয়োগ ছিল ২৭ দশমিক শূন্য ২৪ শতাংশ। ডিসেম্বর মাসে বিনিয়োগ ১ দশমিক ৮০ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ২৯ দশমিক ৪ শতাংশে। অপরদিকে প্রাতিষ্ঠানিক বিনিয়োগ সবচেয়ে বেশী কমেছে সিটি ব্যাংকে। নভেম্বর মাসে ব্যাংকটির শেয়ারে প্রাতিষ্ঠানিক বিনিয়োগ ছিল ২৪ দশমিক ২১ শতাংশ। ডিসেম্বরে বিনিয়োগ ১ দশমিক ১৪ কমে ২৩ দশমিক শূন্য ৭ শতাংশে নেমে এসেছে।
ডিসেম্বর মাসে প্রাতিষ্ঠানিক বিনিয়োগ বেড়েছে এমন ব্যাংকগুলো হলো- এবি ব্যাংকে শূন্য দশমিক ৫২ শতাংশ বেড়ে ৩২ দশমিক ১৫ শতাংশ, ব্যাংক এশিয়ায় শূন্য দশমিক ৩৮ শতাংশ বেড়ে ৩৪ দশমিক ৩০ শতাংশ, ইস্টার্ন ব্যাংকে শূন্য দশমিক ১২ শতাংশ বেড়ে ৪২ দশমিক ৮৭ শতাংশ, এক্সিম ব্যাংকে শূন্য দশমিক শূন্য ৫ শতাংশ বেড়ে ২৪ দশমিক ৪৮ শতাংশ, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকে শূন্য দশমিক ২৫ শতাংশ বেড়ে ২০ দশমিক ৬৩ শতাংশ, আইসিবি ইসলামিক ব্যাংকে শূন্য দশমিক শূন্য ১ শতাংশ বেড়ে ২২ দশমিক ৩৪ শতাংশ, ইসলামী ব্যাংকে শূন্য দশমিক ১২ শতাংশ বেড়ে ১৩ দশমিক ৮৫ শতাংশ, যমুনা ব্যাংকে শূন্য দশমিক ৬২ শতাংশ বেড়ে ৫ দশমিক ৯৩ শতাংশ, মার্কেন্টাইল ব্যাংকে শূন্য দশমিক ৬৫ শতাংশ বেড়ে ২১ দশমিক ৫০ শতাংশ, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকে শূন্য দশমিক ২২ শতাংশ বেড়ে ২৪ দশমিক ৫৪ শতাংশ, এনসিসি ব্যাংকে ১ দশমিক শূন্য ১ শতাংশ বেড়ে ২১ দশমিক ৫৭ শতাংশ, ওয়ান ব্যাংকে শূন্য দশমিক ৭৭ শতাংশ বেড়ে ২৯ দশমিক শূন্য ৫ শতাংশ, প্রিমিয়ার ব্যাংকে শূন্য দশমিক ৭১ শতাংশ বেড়ে ১৬ দশমিক শূন্য ৯ শতাংশ, প্রাইম ব্যাংকে শূন্য দশমিক ৩৪ শতাংশ বেড়ে ৩০ দশমিক ৭০ শতাংশ, পূবালী ব্যাংকে শূন্য দশমিক শূন্য ৮ শতাংশ বেড়ে ২৬ দশমিক ৭৭ শতাংশ, রুপালী ব্যাংকে শূন্য দশমিক শূন্য ৫ শতাংশ বেড়ে ৪ দশমিক ৮৮ শতাংশ, শাহজালাল ইসলামী ব্যাংকে শূন্য দশমিক শূন্য ৭ শাতংশ বেড়ে ১৩ দশমিক ১২ শতাংশে দাঁড়িয়েছে।
সোস্যাল ইসলামী ব্যাংকে শূন্য দশমিক ১৩ শতাংশ বেড়ে ৪৯ দশমিক ৩৮ শতাংশ, সাউথ ইস্ট ব্যাংকে শূন্য দশমিক ৪১ শতাংশ বেড়ে ৩৪ দশমিক ৪৩ শতাংশ, স্ট্যান্ডার্ড ব্যাংকে শূন্য দশমিক ২২ দশমিক ৬৬ শতাংশ, ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকে শূন্য দশমিক ১২ শতাংশ বেড়ে ২০ দশমিক ৩৪ শতাংশ এবং উত্তরা ব্যাংকে শূন্য দশমিক ৩৬ শতাংশ বেড়ে ২১ দশমিক ৯৬ শতাংশ প্রাতিষ্ঠানিক বিনিয়োগ হয়েছে।
অপরদিকে ডিসেম্বর মাসে প্রাতিষ্ঠানিক বিনিয়োগ কমেছে এমন ব্যাংকগুলো হলো- আল-আরাফ ইসলামী ব্যাংকে শূন্য দশমিক শূন্য ৫৬ শতাংশ কমে ২০ দশমিক ৮৬ শতাংশ, ব্র্যাক ব্যাংকে শূন্য ৫৪ শতাংশ কমে ৭ দশমিক ৯৭ শতাংশ, সিটি ব্যাংকে ১ দশমিক ১৪ শতাংশ কমে ২৩ দশমিক শূন্য ৭ শতাংশ, ঢাকা ব্যাংকে শূন্য ২৮ শতাংশ কমে ১২ দশমিক ৮৬ শতাংশ, ডাচ বাংলা শূন্য দশমিক শূন্য ২ শতাংশ কমে ৪ দশমিক ৯৫ শতাংশ, ন্যাশনাল ব্যাংকে শূন্য দশমিক শূন্য ৫ শতাংশ কমে ২০ দশমিক ৯৮ শতাংশ এং ট্রাস্ট ব্যাংকে শূন্য দশমিক ৪০ শতাংশ কমে ১৬ দশমিক ৩৪ শতাংশ প্রাতিষ্ঠানিক বিনিয়োগ হয়েছে।
এদিকে পরিচালকদের বিনিয়োগ বেড়েছে শুধু শাহজালাল ইসলামী ব্যাংকে। নভেম্বর মাসে ব্যাংকটির শেয়ারে পরিচালকদের বিনিয়োগ ছিল ৪৬ দশমিক ৮২ শতাংশ। ডিসেম্বরে বিনিয়োগ ১ দশমিক ৯৫ শতাংশ বেড়ে ৪৮ দশমিক ৭৭ শতাংশে দাঁড়িয়েছে। অপরদিকে পরিচালকদের বিনিয়োগ সবচেয়ে বেশী কমেছে মার্কেন্টাইল ব্যাংকে। নভেম্বর মাসে ব্যাংকটির শেয়ারে পরিচালকদের বিনিয়োগ ছিল ৩৮ দশমিক ৫৭ শতাংশ। ডিসেম্বরে বিনিয়োগ ২ দশমিক ৯০ শতাংশ কমে দাঁড়িয়েছে ৩৫ দশমিক ৬৭ শতাংশে।
ডিসেম্বরে পরিচালকদের বিনিয়োগ কমেছে এমন ব্যাংকগুলো হলো-আল আরাফা ইসলামী ব্যাংকে শূন্য দশমিক শূন্য ১ শতাংশ কমে ৪১ দশমিক ৮৭ শতাংশ, এনসিসি ব্যাংকে ১ দশমিক ২০ শতাংশ কমে ৩৭ দশমিক ৬৮ শতাংশ এবং প্রাইম ব্যাংকে ২ দশমিক শূন্য ১ শতাংশ কমে ৩৯ দশমিক শূন্য ২ শতাংশ পরিচালকদের বিনিয়োগ হয়েছে।
পরিবচালকদের বিনিয়োগ অপরিবর্তত রয়েছে এমন ব্যাংকগুলো হলো-এবি ব্যাংক,ব্যাংক এশিয়া, ব্র্যাক ব্যাংক, সিটি ব্যাংক, ঢাকা ব্যাংক, ডাচ বাংলা ব্যাংক, ইস্টার্ন ব্যাংক, এক্সিম ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, আইসিবি ইসলামিক ব্যাংক, আইএফআইসি ব্যাংক, ইসলামী ব্যাংক, যমুনা ব্যাংক, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক, ন্যাশনাল ব্যাংক, ওয়ান ব্যাংক, প্রিমিয়ার ব্যাংক, পূবালী ব্যাংক, সোস্যাল ইসলামী ব্যাংক, সাউথইস্ট ব্যাংক, স্ট্যান্ডার্ড ব্যাংক, ট্রাস্ট ব্যাংক, ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক ও উত্তরা ব্যাংক লিমিটেড। রূপালী ব্যাংকের পরিচালকদের কোনো বিনিয়োগ নেই।
Posted ১১:০৮ পূর্বাহ্ণ | বুধবার, ২০ জানুয়ারি ২০২১
bankbimaarthonity.com | rina sristy