নিজস্ব প্রতিবেদক | বুধবার, ২২ ডিসেম্বর ২০২১ | প্রিন্ট | 413 বার পঠিত
পুঁজিবাজারে তালিকাভুক্ত ফারইষ্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের ২১তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) বুধবার (২২ ডিসেম্বর) বেলা ১১ টায় ভার্চুয়াল প্ল্যাটফর্মে অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতিত্ব করেন কোম্পানি স্বতন্ত্র পরিচালক ও চেয়ারম্যান ড. মো. রহমত উল্লাহ।
সভায় ৩১ ডিসেম্বর ২০২০ সমাপ্ত বছরের বার্ষিক আর্থিক প্রতিবেদনের উপর আলোচনা রাখেন স্বতন্ত্র পরিচালনা পর্ষদ ও বিনিয়োগকারীরা। এতে দেখা যায় ২০২০ সালে ফারইষ্ট ইসলামী লাইফের গ্রস প্রিমিয়াম প্রায় আয় ৮২ কোটি ১৫ লাখ টাকা কমে গিয়ে ৯৭৩ কোটি ৮৮ লাখ টাকা হয়েছে যা ২০১৯ সালে ছিল ১ হাজার ৫৬ কোটি চার লাখ টাকা, ১ম বর্ষ প্রিমিয়াম প্রায় ৯৭ কোটি ৫ লাখ টাকা কমে গিয়ে ২১৮ কোটি ১৩ লাখ টাকা হয়েছে যা ২০১৯ সালে ছিল ৩১৫ কোটি ১৯ লাখ টাকা, নবায়ন প্রিমিয়াম প্রায় ১৫কোটি ৭০ লাখ টাকা বৃদ্ধি পেয়ে ৭৫৪ কোটি ৭৮ লাখ টাকা হয়েছে যা ২০১৯ সালে ছিল ৭৩৯ কোটি সাত লাখ টাকা, গ্রুপ ও স্বাস্থ্য বীমা প্রিমিয়াম ৮১ লাখ টাকা কমে গিয়ে ৯৬ লাখ টাকা হয়েছে যা ২০১৯ সালে ছিল ১ কোটি ৭৭ লাখ টাকা।
লাইফ ফান্ড ৮৯৮ কোটি ৩ লাখ টাকা কমে গিয়ে ২ হাজার ৪৭৪ কোটি ৫৭ লাখ টাকা হয়েছে যা ২০১৯ সালে ছিল ৩ হাজার ৩৭২ কোটি ৬০ লাখ টাকা, মোট সম্পদ ৯৭ কোটি ৬২ লাখ টাকা কমে গিয়ে ৪ হাজার ২৩০ কোটি ৫৭ লাখ টাকা হয়েছে যা ২০১৯ সালে ছিল ৪ হাজার ৩২৮ কোটি ২০ লাখ টাকা। পাশাপাশি দাবির পরিশোধের পরিমাণ আগের বছরের চেয়ে কিছুটা বেড়েছে। আলোচ্য বছরে দাবি পরিশোধ করেছে ১ হাজার ৬৫৫ কোটি ৯৭ লাখ টাকা, যা আগের বছর ছিল ৭১৬ কোটি ৭৪ লাখ টাকা। এতে কোম্পানির প্রতি গ্রাহকের আস্থা বৃদ্ধি পাবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
যদিও সভায় শেয়ারহোল্ডারদের কোন লভ্যাংশ দিতে পারেনি ফারইষ্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের বোর্ড। বার্ষিক সাধারণ সভায় উপস্থিত ছিলেন স্বতন্ত্র পরিচালক মোহাম্মদ সানাউল্লাহ এফসিএস, ড. মো. রফিকুল ইসলাম, মো. মোফাজ্জল হোসেন এন ডিসি, কর্নেল গাজী মো. খালিদ হোসেন পিএসসি (রির্টা.), স্নেহাশিষ বড়ুয়া এফসিএ, মোজাম্মেল হক, সুজাদুর রহমান ও মো. ঝিকরুল হকসহ কোম্পানীর মুখ্য নির্বাহী কর্মকর্তা (সিসি) মোহাম্মদ আলমগীর কবির এফসিএ।
উল্লেখ্য শেয়ারহোল্ডাররা কোম্পানির অনিয়ম সম্পর্কে প্রশ্ন করলে উত্তর এড়িয়ে যান স্বতন্ত্র পরিচালক বেষ্টিত বোর্ড।
Posted ২:৪৫ অপরাহ্ণ | বুধবার, ২২ ডিসেম্বর ২০২১
bankbimaarthonity.com | rina sristy