বিবিএনিউজ.নেট | বুধবার, ১৫ জানুয়ারি ২০২০ | প্রিন্ট | 382 বার পঠিত
বস্ত্র খাতের কোম্পানি মতিন স্পিনিং মিলস সমাপ্ত হিসাব বছরের লভ্যাংশ বিনিয়োগকারীদের ব্যাংক হিসাবে পাঠিয়েছে। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র জানায়, কোম্পানিটি সমাপ্ত হিসাব বছরের লভ্যাংশ বাংলাদেশ ইলেক্ট্রনিক ফান্ড ট্রান্সফার নেটওয়ার্কের (বিইএফটিএন) মাধ্যমে বিনিয়োগকারীদের ব্যাংক হিসাবে পাঠিয়েছে।
আর যেসব শেয়ারহোল্ডারদের পূর্ণাঙ্গ তথ্য নেই, তাদের লভ্যাংশ কোম্পানির কর্পোরেট অফিস থেকে সংগ্রহ করতে হবে। আগামী ১৬ জানুয়ারি থেকে ১৮ জানুয়ারির মধ্যে লভ্যাংশ সংগ্রহ করা যাবে। প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত লভ্যাংশ সংগ্রহ করা যাবে। যারা অফিস থেকে লভ্যাংশ সংগ্রহ করতে ব্যর্থ হবে, তাদের লভ্যাংশ কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ঝুঁকিতে পাঠানো হবে।
উল্লেখ্য, সমাপ্ত হিসাব বছরে মতিন স্পিনিং ২৩ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে।
Posted ১:৪১ অপরাহ্ণ | বুধবার, ১৫ জানুয়ারি ২০২০
bankbimaarthonity.com | Sajeed