• লরির ধাক্কায় দুই মেয়েসহ বাংলাদেশ ব্যাংক কর্মকর্তা নিহত

    বিবিএনিউজ.নেট | ২৮ ডিসেম্বর ২০১৯ | ৩:৫৪ অপরাহ্ণ

    লরির ধাক্কায় দুই মেয়েসহ বাংলাদেশ ব্যাংক কর্মকর্তা নিহত
    apps

    সীতাকুণ্ডের ফৌজদারহাট বাইপাস মোড়ে লরির সঙ্গে প্রাইভেট কারের সংঘর্ষে দুই বোনের মৃত্যুর পর এ দুর্ঘটনায় গুরুতর আহত তাদের বাবা ব্যাংক কর্মকর্তা সাইফুজ্জামান মিন্টুও (৪৫) চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

    আজ শনিবার বেলা ১১টার দিকে হাসপাতালের নিউরোসার্জারি বিভাগে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন বলে  জানিয়েছেন চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ জহিরুল হক ভূঁইয়া।

    Progoti-Insurance-AAA.jpg

    তিনি জানান, সকাল সাড়ে ৭টার দিকে লরির সঙ্গে প্রাইভেট কারের সংঘর্ষে সাইফুজ্জামানের দুই মেয়ে আশরা আনাম খান (১৩) এবং তাসনিম জামান খান (১১) ঘটনাস্থলেই প্রাণ হারান। গুরুতর আহত হন সাইফুজ্জামান, তার স্ত্রী কনিকা আক্তার (৪০) এবং ছেলে মন্টু (১০)।

    ‘আহতদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালের নিউরোসার্জারি বিভাগে চিকিৎসাসেবা দেওয়া হচ্ছিলো। তবে বেলা ১১টার দিকে বাংলাদেশ ব্যাংকের যুগ্ম পরিচালক পদে কর্মরত সাইফুজ্জামান মিন্টু মৃত্যুবরণ করেন।’


    ঘটনাস্থল থেকে আগ্রাবাদ ফায়ার স্টেশন অফিসার ইফতেখার উদ্দিন জানান, সকালে পরিবার নিয়ে চট্টগ্রাম থেকে ঢাকার মিরপুরের বাসায় যাচ্ছিলেন বাংলাদেশ ব্যাংক কর্মকর্তা সাইফুজ্জামান। তাদের বহন করা প্রাইভেট কারটি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফৌজদারহাট ট্রাফিক বক্সের সামনে এলে ঢাকা থেকে আসা একটি লরির সঙ্গে ধাক্কা লাগে।

    Facebook Comments Box

    বাংলাদেশ সময়: ৩:৫৪ অপরাহ্ণ | শনিবার, ২৮ ডিসেম্বর ২০১৯

    bankbimaarthonity.com |

    এ বিভাগের সর্বাধিক পঠিত

    শেখ হাসিনা মিউনিখের পথে

    ১৪ ফেব্রুয়ারি ২০১৯

    Archive Calendar

    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     
    ১০১১১২১৩১৪১৫১৬
    ১৭১৮১৯২০২১২২২৩
    ২৪২৫২৬২৭২৮২৯৩০
  • ফেসবুকে ব্যাংক বীমা অর্থনীতি