| শুক্রবার, ০১ মার্চ ২০১৯ | প্রিন্ট | 775 বার পঠিত
পুঁজিবাজারে তালিকাভুক্ত দুই প্রতিষ্ঠান- লিনডে বিডি ও প্যারামাউন্ট ইন্স্যুরেন্সের বোর্ডসভা আগামী ৪ মার্চ অনুষ্ঠিত হবে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
লিনডে বিডি: এ কোম্পানির বিনিয়োগকারীদের লভ্যাংশ ঘোষণা সংক্রান্ত বোর্ড সভা আগামী ৪ মার্চ বিকাল ২:৩০ মিনিটে অনুষ্ঠিত হবে। সভায় ৩১ ডিসেম্বর ২০১৮ সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে শেয়ারহোল্ডারদের জন্য লভ্যাংশ ঘোষণা করা হতে পারে।
কোম্পানিটি আগের বছর শেয়ারহোল্ডারদের ৩৪০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছিল।
প্যারামাউন্ট ইন্স্যুরেন্স লিমিটেড: বীমা খাতের প্যারামাউন্ট ইন্স্যুরেন্সের লভ্যাংশ ঘোষণা সংক্রান্ত বোর্ডসভা একই দিন বিকাল সাড়ে ৩টায় অনুষ্ঠিত হবে। সভায় ৩১ ডিসেম্বর ২০১৮ সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে শেয়ারহোল্ডারদের জন্য লভ্যাংশ ঘোষণা করা হতে পারে।
আগের বছর কোম্পানিটি শেয়ারহোল্ডারদের ১০ শতাংশ বোনাস লভ্যাংশ দিয়েছিল।
Posted ৭:৩২ অপরাহ্ণ | শুক্রবার, ০১ মার্চ ২০১৯
bankbimaarthonity.com | Sajeed