
| সোমবার, ১২ মে ২০২৫ | প্রিন্ট | 68 বার পঠিত
নিজস্ব প্রতিবেদক : সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার (১২ মে) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন হওয়া ৩৯৪টি প্রতিষ্ঠানের মধ্যে ১০টির শেয়ারদর কমেছে। এদিন সবচেয়ে বেশি দরপতনের শিকার হয়েছে বে লিজিং অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড।
ডিএসই সূত্রে জানা গেছে, বে লিজিং-এর শেয়ারদর আগের দিনের তুলনায় ৪০ পয়সা বা ৭.০২ শতাংশ কমে গেছে, যা দিনের সর্বোচ্চ দরপতন হিসেবে রেকর্ড হয়েছে।
দ্বিতীয় সর্বোচ্চ দরপতনের তালিকায় রয়েছে বারাকা পাওয়ার, যার শেয়ারদর কমেছে ৮০ পয়সা বা ৬.৪০ শতাংশ।
তৃতীয় স্থানে রয়েছে প্রিমিয়ার লিজিং, যার শেয়ারদর কমেছে ২০ পয়সা বা ৬.২৫ শতাংশ।
এছাড়া, আজ ডিএসইতে দর পতনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- মেট্রো স্পিনিং ৫.৩৬ শতাংশ, ইউনিয়ন ক্যাপিটাল ৪.৪৪ শতাংশ, প্রগ্রেসিভ লাইফ ইন্সুরেন্স ৪.৩৬ শতাংশ, শাইনপুকুর সিরামিক ৪.১১ শতাংশ, জিএসপি ফাইনান্স ৪.০০ শতাংশ, তসরিফা ইন্ডাস্ট্রিজ ৩.৯৬ শতাংশ এবং এসআলমকোল্ডরোল ৩.৯৪ শতাংশ কমেছে।
Posted ৭:৪৩ অপরাহ্ণ | সোমবার, ১২ মে ২০২৫
bankbimaarthonity.com | saed khan