নিজস্ব প্রতিবেদক | সোমবার, ২০ ফেব্রুয়ারি ২০২৩ | প্রিন্ট | 105 বার পঠিত
আজ ২০ ফেব্রুয়ারি ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার দর সবচেয়ে বেশি কমেছে বাংলাদেশ জেনারেল ইন্সুরেন্স কোম্পানি লিমিটেডের। এর মাধ্যমে কোম্পানিটি ডিএসইর গেইনার তালিকার শীর্ষে উঠে আসে। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
জানা যায়, আগের কার্যদিবস রোববার বাংলাদেশ জেনারেল ইন্সুরেন্স কোম্পানি লিমিটেডের ক্লোজিং দর ছিল ৬০ টাকা ৩০ পয়সা। আজ লেনদেন শেষে কোম্পানিটির ক্লোজিং দর দাঁড়ায় ৫৪ টাকা ৪০ পয়সা। আজ কোম্পানিটির শেয়ার দর ৫ টাকা ৯০ পয়সা বা ৯.৭৮ শতাংশ কমেছে।
ডিএসইতে দর পতনের শীর্ষ তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে প্রগতি লাইফ ইন্সুরেন্সের ৭.৪২ শতাংশ, জেনেক্স ইনফোসিসের ৪.০৭ শতাংশ, আইটি কনসালটান্টসের ৩.৬৮ শতাংশ, মেট্রো স্পিনিংয়ের ৩.৬৬ শতাংশ, সোনালী পেপারের ৩.৬১ শতাংশ, নাভানা ফার্মার ৩.৪৮ শতাংশ, এডিএন টেলিকমের ৩.৩৮ শতাংশ, পপুলার লাইফ ইন্সুরেন্সের ৩.২২ শতাংশ এবং জেমিনি সি ফুড লিমিটেডের ২.৬২ শতাংশ দর কমেছে।
Posted ৪:২৫ অপরাহ্ণ | সোমবার, ২০ ফেব্রুয়ারি ২০২৩
bankbimaarthonity.com | saed khan