নিজস্ব প্রতিবেদক | বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২০ | প্রিন্ট | 279 বার পঠিত
নিজস্ব প্রতিবেদক : ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ বুধবার টপটেন লুজার বা দর কমার শীর্ষে অবস্থান করছে জিকিউ বলপেন ইন্ডাস্ট্রিজ লিমিটেড। বুধবার শেয়ারটির সর্বোচ্চ দর কমেছে ১৬ টাকা ৫০ পয়সা বা ৮.৫৭ শতাংশ।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
বুধবার কোম্পানিটির শেয়ার সর্বশেষ ১৭৬ টাকা দরে লেনদেন হয়। এদিন কোম্পানিটি এক হাজার ৫২৮ বারে ২ লাখ ৪ হাজার ৪৫৫টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ৩ কোটি ৬৫ লাখ টাকা।
লুজার তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে ইউনাইটেড এয়ারওয়েজ লিমিটেড। আজ কোম্পানিটির দর ২০ পয়সা বা ৮.৩৩ শতাংশ কমেছে। শেয়ারটি সর্বশেষ ২ টাকা ২০ পয়সা দরে লেনদেন হয়।
লুজার তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- এশিয়া প্যাসিফিক ইন্স্যুরেন্স, তুংহাই নিটিং, খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগ, প্রভাতি ইন্স্যুরেন্স, প্যারামাউন্ট টেক্সটাইল, প্রাইম ইন্স্যুরেন্স, বিআইএফসি ও এপোলো ইস্পাত কমপ্লেক্স লিমিটেড।
Posted ৫:৩৪ অপরাহ্ণ | বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২০
bankbimaarthonity.com | saed khan