বিবিএ নিউজ.নেট | ০৮ মার্চ ২০২১ | ৩:৩৩ অপরাহ্ণ
উভয় স্টক এক্সচেঞ্জে আগামীকাল থেকে ‘বিএনও’ ব্র্যান্ডের লুব-রেফ (বাংলাদেশ) লিমিটেডের লেনদেন শুরু হচ্ছে। আজ কোম্পানিটির চলতি অর্থবছরের দ্বিতীয় প্রান্তিকের (জুলাই-ডিসেম্বর’২০) আর্থিক প্রতিবেদন প্রকাশ করা হয়েছে। যেখানে শেয়ারপ্রতি মুনাফা ১৩ শতাংশ বেড়েছে।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্যমতে, কোম্পানিটির চলতি অর্থবছরের ৬ মাসে (জুলাই-ডিসেম্বর’২০) শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ০.৮৭ টাকা। যার পরিমাণ আগের অর্থবছরের একই সময়ে হয়েছিল ০.৭৭ টাকা। এ হিসাবে কোম্পানিটির মুনাফা ০.১০ টাকা বা ১৩ শতাংশ বেড়েছে।
এদিকে কোম্পানিটির চলতি অর্থবছরের দ্বিতীয় প্রান্তিকে (অক্টোবর-ডিসেম্বর’২০) শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ০.৫৯ টাকা। আগের অর্থবছরের একই সময়ে মুনাফা হয়েছিল ০.৫২ টাকা। এ হিসাবে কোম্পানিটির মুনাফা ০.০৭ টাকা বা ১৩ শতাংশ বেড়েছে।
৩১ ডিসেম্বর ২০২০ কোম্পানিটির শেয়ারপ্রতি সম্পদ (এনএভি) দাঁড়িয়েছে ৩৫.৩৭ টাকা।
বাংলাদেশ সময়: ৩:৩৩ অপরাহ্ণ | সোমবার, ০৮ মার্চ ২০২১
bankbimaarthonity.com | rina sristy