অর্থনীিতি প্রতিবেদক | বৃহস্পতিবার, ১৪ ফেব্রুয়ারি ২০১৯ | প্রিন্ট | 638 বার পঠিত
দেশের দুই শেয়ারবাজারে এক দিন পরই সূচক আবার নিম্নমুখী। বৃহস্পতিবার সপ্তাহের শেষ কার্যদিবস দুপুর ১২টা পর্যন্ত দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স কমেছে ২ পয়েন্ট। তবে লেনদেনের গতি গত কার্যদিবসের তুলনায় সামান্য বেড়েছে।
দুপুর ১২টা পর্যন্ত চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই কমেছে ১২ পয়েন্ট। তা ১৭ হাজার ৫৮৬ পয়েন্টে অবস্থান করছে।
ডিএসই ওয়েবসাইট সূত্রে জানা যায়, দুপুর ১২টা পর্যন্ত ডিএসইতে লেনদেনের পরিমাণ ৩৮০ কোটি টাকা। মঙ্গলবার এ সময় পর্যন্ত লেনদেনের পরিমাণ ছিল ৩২৪ কোটি টাকা। হাতবদল হওয়া শেয়ার ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৬৩টির। কমেছে ১৩৯টির। অপরিবর্তিত ৩৫টির দর।
দুপুর ১২টা পর্যন্ত লেনদেনের শীর্ষে রয়েছে ফরচুন সুজ, ইউনাইটেড পাওয়ার জেনারেশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি, গ্লোবাল ইন্স্যুরেন্স, আলিফ ইন্ডাস্ট্রিজ লিমিটেড, নুরানি ডায়িং অ্যান্ড সোয়েটার লিমিটেড, সিমটেক্স ইন্ডাস্ট্রিজ লিমিটেড, সোনার বাংলা ইন্স্যুরেন্স, মুন্নু সিরামিকস, আলিফ ম্যানুফ্যাকচারিং কোম্পানি লিমিটেডও বাংলাদেশ সাবমেরিন কেবল কোম্পানি লিমিটেড।
গত কার্যদিবসে লেনদেন শেষে ডিএসইএক্স সূচক ১৬ পয়েন্ট বেড়ে অবস্থান করে ৫ হাজার ৭৪৮ পয়েন্টে। মোট লেনদেন হয় ৭১২ কোটি ৬৪ লাখ টাকা। অন্যদিকে, সিএসই সার্বিক সূচক সিএএসপিআই ৪৪ পয়েন্ট বেড়ে অবস্থান করে ১৭ হাজার ৫৯৮ পয়েন্টে।
Posted ১:৫৭ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ১৪ ফেব্রুয়ারি ২০১৯
bankbimaarthonity.com | Sajeed