নিজস্ব প্রতিবেদক | মঙ্গলবার, ১৯ জানুয়ারি ২০২১ | প্রিন্ট | 293 বার পঠিত
ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মঙ্গলবার লেনদেনের প্রথম দিন বিক্রেতা শুন্য হয়ে গেছে এনার্জি প্যাক পাওয়ার জেনারেশন লিমিটেডের শেয়ার। আজ লেনদেন শুরুয দেড় ঘণ্টার মধ্যে ক্রেতা থাকালেও বিক্রেতা ছিলনা এ কোম্পানির শেয়ারে। যে কারনে এ কোম্পানির শেয়ার হল্টেড হওয়ার পাশাপাশি মূল্য সার্কিট ব্রেকারে স্পর্শ করছে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
আজ বেলা ১১টা ৩৩ মিনিট পর্যন্ত কোম্পানিটির স্ক্রিনে ৩ কোটি ৬৬ লাখ ৯৬ হাজার ৮২৪টি শেয়ার কেনার আবেদন থাকলেও বিক্রেতার ঘর শূন্য ছিল। আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার সর্বশেষ ৪৬ টাকা ৫০ পয়সা দরে লেনদেন হয়।
এই সময়ে কোম্পানির মাত্র ৪ বারে ৬০৫টি শেয়ার লেনদেন হয়। যার আর্থিক মূল্য ২৮ হাজার টাকা।
প্রসঙ্গত, এনার্জিপ্যাক পাওয়ার আজ মঙ্গলবার পুঁজিবাজারে এন ক্যাটাগরিতে লেনদেন শুরু করেছে। লেনদেনের শুরু থেকেই শেয়ারটির বিক্রেতা সংকট।
Posted ১২:২৫ অপরাহ্ণ | মঙ্গলবার, ১৯ জানুয়ারি ২০২১
bankbimaarthonity.com | saed khan