• লেনদেনের শীর্ষেও বীমা খাত

    বীমা খবর | ১৭ জানুয়ারি ২০১৯ | ১১:১১ পূর্বাহ্ণ

    লেনদেনের শীর্ষেও বীমা খাত
    apps

    কয়েকদিন ধরে চলছে বীমা খাতের শেয়ারের জয়জয়কার। সপ্তাহের চতুর্থ কার্যদিবসে এসে গতকাল বুধবার বীমা ছাড়া বাদ বাকি সব খাতের অধিকাংশ শেয়ারের দর কমেছে। এমনকি সার্বিক লেনদেন কমার দিনে বীমা খাতের লেনদেন ৩৩ কোটি টাকার ওপর বেড়েছে। উঠে এসেছে খাতওয়ারি লেনদেনের শীর্ষে।

    গতকাল ডিএসইতে ১২৩ কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ডের দরবৃদ্ধির বিপরীতে ১৮৫টি দর হারিয়েছে, অপরিবর্তিত ছিল ৩৭টির দর। এতে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স প্রায় ২৪ পয়েন্ট হারিয়ে ৫৮৩৯ পয়েন্টে নেমেছে। এর মধ্যে বীমা খাতের ৩৩ শেয়ারের দরবৃদ্ধির বিপরীতে ১৩টির দর কমছে। অন্য সব খাত যেখানে এ সূচকে নেতিবাচক প্রভাব ফেলেছে, সেখানে বীমা খাতের কোম্পানিগুলো সাকল্যে ২ পয়েন্ট যোগ করেছে। শুধু তাই নয়, আগের দিনের তুলনায় ডিএসইর লেনদেন প্রায় ১৩৯ কোটি টাকা কমে এক হাজার কোটি ৫৩ লাখ টাকায় নামলেও বীমা খাতের ৪৭ কোম্পানির ১৭৫ কোটি ৪১ লাখ টাকার শেয়ার কেনাবেচা হয়েছে, যা মোট লেনদেনের সাড়ে ১৭ শতাংশ।

    Progoti-Insurance-AAA.jpg

    পর্যালোচনায় দেখা গেছে, গতকাল ব্যাংক খাতের ৯ কোম্পানির শেয়ারের দরবৃদ্ধির বিপরীতে ১৩টির কমেছে। একইভাবে আর্থিক প্রতিষ্ঠান খাতের ৯টির দরবৃদ্ধির বিপরীতে ১৪টির, জ্বালানি ও বিদ্যুৎ খাতের ৬টির দরবৃদ্ধির বিপরীতে ১৩টির, প্রকৌশল খাতের ১০টির দরবৃদ্ধির বিপরীতে ২৩টির, ওষুধ ও রসায়ন খাতের ১১টির দরবৃদ্ধির বিপরীতে ১৮টির এবং বস্ত্র খাতের ১১ শেয়ারের দরবৃদ্ধির বিপরীতে ৩৬টির দর কমেছে। বাকি ১১ খাতের লেনদেন হওয়া ৭১ কোম্পানির মধ্যে ৪৮টিরই দর কমেছে। এর মধ্যে গতকাল ১২ শেয়ার সার্কিট ব্রেকারের সর্বোচ্চ দরে কেনাবেচা হয়েছে। এগুলো হলো অগ্রণী ইন্স্যুরেন্স, ইস্টার্ন ইন্স্যুরেন্স, কর্ণফুলী ইন্স্যুরেন্স, রূপালী ইন্স্যুরেন্স, তাকাফুল ইন্স্যুরেন্স, সেন্ট্রাল ইন্স্যুরেন্স, ইউনাইটেড ইন্স্যুরেন্স, রেনউয়িক যজ্ঞেশ্বর, ইউনাইটেড এয়ারওয়েজ, বিডি ওয়েল্ডিং, শিপিং করপোরেশন এবং বেক্সিমকো সিনথেটিক্স।

    Facebook Comments Box


    বাংলাদেশ সময়: ১১:১১ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ১৭ জানুয়ারি ২০১৯

    bankbimaarthonity.com |

    এ বিভাগের সর্বাধিক পঠিত

    Archive Calendar

  • ফেসবুকে ব্যাংক বীমা অর্থনীতি