
| বৃহস্পতিবার, ২২ মে ২০২৫ | প্রিন্ট | 63 বার পঠিত
নিজস্ব প্রতিবেদক: আজ ২২ মে’২৫ ডিএসইর (ঢাকা স্টক এক্সচেঞ্জ) লেনদেনে শীর্ষ ১০ কোম্পানির তালিকা প্রকাশ করা হয়েছে। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
বাজার পর্যালোচনায় দেখা যায়, আজ ডিএসইতে টাকার অংকে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে বিচ হ্যাচারির। এদিন কোম্পানিটির লেনদেন হয়েছে ১৪ কোটি ৯২ লাখ ২৫ হাজার টাকার। দিনশেষে কোম্পানিটির প্রতিটি শেয়ার ৪৫ টাকা ৪০ পয়সায় লেনদেন হয়েছে।
দ্বিতীয় সর্বোচ্চ লেনদেন হয়েছে ওরিয়ন ইনফিউশনের। আজ ডিএসইতে কোম্পানিটির ১১ কোটি ৫৬ লাখ ৪৪ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। দিনশেষে কোম্পানিটির প্রতিটি শেয়ার ৩৬৪ টাকা ৭০ পয়সায়।
১০ কোটি ১০ লাখ ৩১ হাজার টাকার লেনদেন করে তৃতীয় অবস্থানে রয়েছে স্কয়ার ফার্মা। আজ দিনশেষে কোম্পানিটির প্রতিটি শেয়ার ২০৭ টাকা ৬০ পয়সায় লেনদেন হয়।
অন্য ৭ কোম্পানির মধ্যে- বাংলাদেশ শিপিং কর্পোরেশনের ৬ কোটি ১ লাখ ৩৪ হাজার টাকা, আলিফ ইন্ডাস্ট্রিজের ৪ কোিিট ৭৩ লাখ ৬৬ হাজার টাকা, ব্র্যাক ব্যাংকের ৪ কোটি ৬৫ লাখ ৮৭ হাজার টাকা, এস আলম কোল্ড রোল্ড স্টিলের ৫ কোটি ৯৮ লাখ ৭৩ হাজার টাকা, সোনারগাঁও টেক্সটাইলের ৫ কোটি ৯৮ লাখ ৭৩ হাজার টাকা, শাইনপুকুর সিরামিকসের ৪ কোটি ৯২ লাখ ৮৮ হাজার টাকা এবং ফু-ওয়াং ফুডসের ৩ কোটি ৯৯ লাখ ৯৫ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
Posted ৪:২০ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ২২ মে ২০২৫
bankbimaarthonity.com | saed khan