নিজস্ব প্রতিবেদক: | ০৫ এপ্রিল ২০২০ | ১:১৮ অপরাহ্ণ
দেশজুড়ে ঘোষিত বর্ধিত সাধারণ ছুটির সাথে সমন্বয় করে ফের লেনদেন বন্ধ রাখার সময় পরিবর্তন করেছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)। ফলে আগামী ১১ এপ্রিল, শনিবার পর্যন্ত দেশের কোন স্টক এক্সচেঞ্জে লেনদেন হবে না। এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে নিশ্চিত করেছে ডিএসই।
এ সময়ে স্যাটলমেন্টসহ অন্যান্য প্রশাসনিক কার্যক্রমও বন্ধ থাকবে বলে জানানো হয় বিজ্ঞপ্তিতে। এরইমধ্যে নতুন নির্দেশনা না এলে যথারীতি ১২ এপ্রিল থেকে দেশের পুঁজিবাজারে ফের লেনদেন শুরু হবে।
এবিষয়ে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ আনুষ্ঠানিকভাবে কিছু না জানালেও নির্ভরযোগ্য সূত্র জানিয়েছে, তারাও বন্ধের মেয়াদ বাড়াতে যাচ্ছে।
বাংলাদেশ সময়: ১:১৮ অপরাহ্ণ | রবিবার, ০৫ এপ্রিল ২০২০
bankbimaarthonity.com | sajib