রবিবার ২০ জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ৫ শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ

Ad
x

লেনদেন ২ হাজার কোটি টাকা ছাড়িয়েছে

  |   মঙ্গলবার, ২৫ মে ২০২১   |   প্রিন্ট   |   252 বার পঠিত

লেনদেন  ২ হাজার কোটি টাকা ছাড়িয়েছে

আজ মঙ্গলবারও উত্থান হয়েছে পুঁজিবাজারে। এদিন পুঁজিবাজারের প্রধান সূচক বেড়েছে। একই সঙ্গে টাকার অঙ্কে লেনদেন এবং বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর বেড়েছে। ডিএসইর মোট লেনদেন ছাড়িয়েছে ২ হাজার কোটি টাকা।

আজ ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৪১.৮৭ পয়েন্ট বেড়ে দাঁড়ায় ৫ হাজার ৮৮৪.৭৮ পয়েন্টে। ডিএসইর অপর সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক ০.৬৭ পয়েন্ট বেড়ে দাঁড়ায় ১ হাজার ২৭০.৬০ পয়েন্টে। তবে ডিএসই-৩০ সূচক ২.৬৯ পয়েন্ট কমে দাঁড়ায় ২ হাজার ১৭০.২৪ পয়েন্টে।

গতকাল ডিএসইতে ২ হাজার ৮ কোটি ৮২ লাখ টাকার লেনদেন হয়েছে। যা আগের দিন থেকে ১৮৮ কোটি ৭৫ লাখ টাকা বেশি। আগের দিন লেনদেন হয়েছিল ১ হাজার ৮২০ কোটি ৭ লাখ টাকার।

ডিএসইতে ৩৬০টি কোম্পানি লেনদেনে অংশ নিয়েছে। এর মধ্যে ১৬৪টির বা ৪৫.৫৫ শতাংশের শেয়ার ও ইউনিট দর বেড়েছে। শেয়ার দর কমেছে ১৫০টির বা ৪১.৬৭ শতাংশের এবং বাকি ৪৬টির বা ১৮.৭৮ তাংশের দর অপরিবর্তিত রয়েছে।

অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ১৩৪.৫২ পয়েন্ট বেড়ে দাঁড়ায় ১৭ হাজার ৭০.১৮ পয়েন্টে।

সিএসইতে আজ ২৯৪টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে ১৪৬টির দর বেড়েছে, কমেছে ১১৯টির আর ২৯টির দর অপরিবর্তিত রয়েছে। সিএসইতে ১৪৯ কোটি ৩০ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।

Facebook Comments Box

Posted ৫:৪০ অপরাহ্ণ | মঙ্গলবার, ২৫ মে ২০২১

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

আর্কাইভ ক্যালেন্ডার

Sat Sun Mon Tue Wed Thu Fri
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031  
প্রধান সম্পাদক: মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
নিউজরুম:

মোবাইল: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১

ফোন: ০২-৮৩০০৭৭৩-৫, ই-মেইল: bankbima1@gmail.com

সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়: পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।