নিজস্ব প্রতিবেদক | ২৯ জুলাই ২০২০ | ৫:২৭ অপরাহ্ণ
১০০তম পর্ষদ সভা অনুষ্ঠিত হয়েছে বেসরকারি মিডল্যান্ড ব্যাংক লিমিটেডের। বুধবার (২৯ জুলাই) ব্যাংকের পক্ষ থেকে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়েছে, মঙ্গলবার (২৮ জুলাই) ভিডিও কনফারেন্সের মাধ্যমে মিডল্যান্ড ব্যাংক লিমিটেডের (এমডিবি) পরিচালনা পর্ষদের শততম সভা অনুষ্ঠিত হয়েছে। পরিচালনা পর্ষদের চেয়ারপারসন নীলুফার জাফরউল্লাহ এতে সভাপতিত্ব করেন।
পরিচালকদের মধ্যে ড. কাজী শহিদুল্লাহ, কাজী ওমর জাফর, রেজাউল করিম, মোহাম্মদ জামাল উল্লাহ, আহসান খান চৌধুরী, এ কে এম বদিউল আলম, হাফিজুর রহমান সরকার, শাহনাজ পারভীন, কামাল হোসেন, আনুশকা মেহরিন জাফর এবং পর্ষদের দুজন স্বতন্ত্র পরিচালক মাহবুবুল হাদি ফজলে রব ও নাজিমউদ্দিন চৌধুরী সভায় অংশ নেন।
এছাড়াও মো. আহসান-উজ জামান, ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা এবং অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ মাসুম সভায় অংশ নেন। গুরুত্বপূর্ণ নীতিমালা এবং ঋণ প্রস্তাবসহ কোভিড-১৯ বিষয়ক প্রনোদনা প্যাকেজ সভায় উপস্থাপিত এবং অনুমোদিত হয়।
বাংলাদেশ সময়: ৫:২৭ অপরাহ্ণ | বুধবার, ২৯ জুলাই ২০২০
bankbimaarthonity.com | saed khan
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ২ | ৩ | ৪ | ৫ | ৬ | ৭ |
৮ | ৯ | ১০ | ১১ | ১২ | ১৩ | ১৪ |
১৫ | ১৬ | ১৭ | ১৮ | ১৯ | ২০ | ২১ |
২২ | ২৩ | ২৪ | ২৫ | ২৬ | ২৭ | ২৮ |
২৯ | ৩০ |