• শত রানের ওপেনিং জুটি ভাঙলেন মিরাজ

    স্পোর্টস ডেস্ক | ১৩ ফেব্রুয়ারি ২০১৯ | ১:৪৫ অপরাহ্ণ

    শত রানের ওপেনিং জুটি ভাঙলেন মিরাজ
    apps

    অবশেষে মার্টিন গাপটিল ও হেনরি নিকলসের ওপেনিং জুটি ভাঙতে সক্ষম হলেন মেহেদি হাসান মিরাজ। ২৩তম ওভারে দলীয় ১০৩ রানের মাথায় নিকলসকে বোল্ড করে সাজঘরে ফেরত পাঠান তিনি। আউট হওয়ার আগে ৮০ বল থেকে ৫টি চারের মারে ৫৪ রান করেন নিকলস। অর্ধশত রান পূর্ণ করেছেন গাপটিলও। এখন দ্বিতীয় উইকেটে তার সঙ্গী হয়েছেন অধিনায়ক কেন উইলিয়ামসন।

    এই প্রতিবেদন লেখা পর্যন্ত ২৪ ওভারের খেলা শেষে নিউজিল্যান্ডের সংগ্রহ দাঁড়িয়েছে এক উইকেটে ২১০ রান।

    Progoti-Insurance-AAA.jpg

    এর আগে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথমটিতে বুধবার সকালে নেপিয়ারে টস জিতে শুরুতে ব্যাট করে ৪৮.৫ ওভারে ২৩২ রান করে অলআউট হয় সফরকারী বাংলাদেশ। ইনিংসের দ্বিতীয় ওভারে ট্রেন্ট বোল্টের বলে কট বিহাইন্ড হয়ে দলীয় ৫ রানে আউট হন ওপেনার তামিম ইকবাল। আরেক ওপেনার লিটন দাস ব্যক্তিগত ১ রানে ম্যাট হেনরি বলে বোল্ড হন। স্কোর বোর্ডে দলীয় রান তখন ১৯।

    তৃতীয় উইকেট জুটিতে চাপ সামাল দেওয়ার চেষ্টা করেন সৌম্য সরকার ও মুশফিকুর রহিম। তবে সেই চেষ্টাও ব্যর্থ হয়। দলীয় ৪২ রানে বোল্টের বলে প্যাভিলিয়নের পথ ধরেন মুশফিক। আস্থার সঙ্গে ব্যাট করতে থাকা সৌম্য সরকারও ক্রিজে টিকতে পারেননি। ২২ বলে ৩০ রান করে সাজ ঘরে ফেরত যান তিনিও। স্কোর বোর্ডে রান সেই ৪২। দলকে বিপদে ফেলে ফিরে গেছেন মাহমুদউল্লাহ রিয়াদ। ২৯ বলে ১৩ রান করে দলীয় ৭১ রানে ফিরে যান তিনি।


    এরপর রান আউটে কাটা পড়ে সাব্বির রহমান। দলীয় ৯৪ রানে ব্যক্তিগত ১৩ রান করে ফিরে যান তিনি। দলীয় ১৩১ রানে ২৭ বলে ২৬ রান করে সপ্তম ব্যাটসম্যান আউট হন মেহেদি হাসান মিরাজ। এরপর জুটি বাঁধেন মিঠুন ও সাইফ। সবচেয়ে সফল এই জুটি ভাঙে দলীয় ২১৫ রানে। এ সময় ৪১ রান করে আউট হন সাইফ। পরে দলীয় ২২৯ রানে আউট হন মিঠুন। সবশেষ ব্যাটসম্যান হিসেবে আউট হন মুস্তাফিজ।

    কিউই বোলারদের মধ্যে মিচেল সাঁটনার ও ট্রেন্ট বোল্ট তিনটি করে এবং লুকি ফার্গুসন ও ম্যাট হেনরি দুটি করে উইকেট নেন।

    Facebook Comments Box

    বাংলাদেশ সময়: ১:৪৫ অপরাহ্ণ | বুধবার, ১৩ ফেব্রুয়ারি ২০১৯

    bankbimaarthonity.com |

    এ বিভাগের সর্বাধিক পঠিত

    ছোটপর্দায় আজকের খেলা

    ০৪ জানুয়ারি ২০১৯

    ছিটকে পড়লেন হার্দিক পান্ডিয়া

    ২১ ফেব্রুয়ারি ২০১৯

    Archive Calendar

    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     
    ১০১১১২১৩১৪১৫১৬
    ১৭১৮১৯২০২১২২২৩
    ২৪২৫২৬২৭২৮২৯৩০
  • ফেসবুকে ব্যাংক বীমা অর্থনীতি