বিবিএনিউজ.নেট | ০৭ এপ্রিল ২০১৯ | ১:২৬ অপরাহ্ণ
আগামী ২১ এপ্রিল রোববার দিবাগত রাতে পবিত্র শবেবরাত পালিত হবে। গত শনিবার সন্ধ্যায় দেশের আকাশে কোথাও শাবান মাসের চাঁদ দেখা যায়নি। এজন্য আজ রোববার রজব মাসের ৩০ দিন পূর্ণ হচ্ছে। সোমবার থেকে শাবান মাস গণনা শুরু হবে।
গতকাল সন্ধ্যায় জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। এতে সভাপতিত্ব করেন ধর্মবিষয়ক প্রতিমন্ত্রী শেখ মোহাম্মদ আব্দুল্লাহ।
শাবান মাসের ১৪ তারিখ রাতে শবেবরাত পালিত হবে। শবেবরাতের পরদিন বাংলাদেশে নির্বাহী আদেশে সরকারি ছুটি।
শাবান মাস শেষেই মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ঈদের আনন্দ বার্তা নিয়ে শুরু হয় সিয়াম সাধনার মাস রমজান। সভায় ধর্ম প্রতিমন্ত্রী জানান, সব জেলা প্রশাসন, ইসলামিক ফাউন্ডেশনের প্রধান কার্যালয়, বিভাগীয় ও জেলা কার্যালয়, বাংলাদেশ আবহাওয়া অধিদফতর, মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন কেন্দ্র থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী, বাংলাদেশের আকাশে ১৪৪০ হিজরির শাবান মাসের চাঁদ দেখা যায়নি।
‘ভাগ্যরজনী’ হিসেবে পরিচিত লাইলাতুল বরাতের পুণ্যময় রাতটি বাংলাদেশসহ বিভিন্ন দেশের মুসলমান নফল নামাজ, কোরআন তিলাওয়াতসহ ইবাদত-বন্দেগির মাধ্যমে কাটিয়ে থাকেন।
বাংলাদেশ সময়: ১:২৬ অপরাহ্ণ | রবিবার, ০৭ এপ্রিল ২০১৯
bankbimaarthonity.com | Sajeed